পুড়ে গেছে চেয়ার ও টেবিল

শ্রীপুরে নৌকা প্রতীকের নির্বাচনি ক্যাম্পে আগুন

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যাপিকা রুমানা আলী টুসির অস্থায়ী নির্বাচনি ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার গোসিংগা ইউনিয়নের নারায়ণপুর (বেড়াবাড়ি) বাজারে এ ঘটনা ঘটে। ঘটনার পর গতকাল দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গোসিংগা ইউনিয়নের বেড়াবাড়ি (পূর্বপাড়া) ৫ নম্বর ওয়ার্ডের নৌকার প্রার্থীর কেন্দ্র আহ্বায়ক মানিক সরকার জানান, রাত আনুমানিক ৩টার দিকে স্থানীয় দোকানদার প্লাস্টিক পোড়ার গন্ধ পেয়ে ঘুম থেকে ওঠে। সাঁটার খুলে দেখে নির্বাচনি ক্যাম্পে আগুন জ্বলছে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নেভায়। আগুনে অফিসে থাকা অনেকগুলো চেয়ার ও কয়েকটি টেবিল পুড়ে যায়। জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও নৌকা প্রতীকের প্রার্থীর সমন্বয়ক নাসির উদ্দিন জর্জ দাবি করেন, ট্রাক মার্কার কর্মী ও সমর্থকরা নৌকার নেতাকর্মী, সমর্থক ও ভোটারদের মাঝে বিভ্রান্তি ছড়ানোর জন্য রাতের আঁধারে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। শ্রীপুর থানার ওসি শাহ জামান জানান, এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীন বলেন, নির্বাচনি ক্যাম্পে আগুন দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। শ্রীপুর থানা পুলিশকে ঘটনা খতিয়ে দেখার জন্য বলা হয়েছে। পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।