ঢাকা ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে গোয়াল ঘরের তালা ভেঙে কৃষকের সাতটি গরু চুরি

সিরাজগঞ্জে গোয়াল ঘরের তালা ভেঙে কৃষকের সাতটি গরু চুরি

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কাজিপুরা গ্রামে কৃষক মনিরুল ইসলামের (৩৬) গোয়াল ঘরের তালা ভেঙে ৭টি গরু চুরির ঘটনা ঘটেছে। এসব গরুর মূল্য প্রায় ৭ লাখ টাকা বলে দাবি করা হয়েছে। কামারখন্দ থানার ইন্সপেক্টর (তদন্ত) সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, ওই কৃষক গত মঙ্গলবার সন্ধ্যায় তার বাড়ির রাস্তার পাশে গোয়াল ঘরে ৩টি ষাঁড়, ২টি গাভী এবং ২টি বাছুর রাখেন। প্রতিদিনের মতো গতকাল সকালে গরুগুলো বের করার জন্য গেলে ওই ঘরের দরজার তালা ভাঙা দেখা যায় এবং সেখানে রাখা গরুগুলো ছিল না। এতে কান্নায় ভেঙে পড়ে ওই কৃষক পরিবার। তারা খোঁজাখুঁজি করে গরুগুলো পায়নি। ধারণা করা হচ্ছে, ওইদিন গভীর রাতে চোরেরা তালা ভেঙে গরুগুলো নিয়ে গেছে। পুলিশ গতকাল দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত