ঢাকা ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

থার্টিফার্স্টে মেট্রোরেলের ১ কিলোমিটারের মধ্যে ফানুস না ওড়ানোর অনুরোধ

থার্টিফার্স্টে মেট্রোরেলের ১ কিলোমিটারের মধ্যে ফানুস না ওড়ানোর অনুরোধ

থার্টিফার্স্ট নাইটে মেট্রোরেলের রুট অ্যালাইনমেন্টের আশপাশের ১ কিলোমিটারের মধ্যে ফানুস বা অনুরূপ বস্তু না ওড়াতে ঢাকাবাসীর প্রতি অনুরোধ জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

গতকাল রাজধানীর ইস্কাটনে অবস্থিত প্রবাসী কল্যাণ ভবনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অনুরোধ জানান ডিএমটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক। তিনি বলেন, গত থার্টিফার্স্ট নাইটে ফানুস বা অনুরূপ বস্তু ওড়ানোর কারণে সেগুলোর অবশিষ্ট অংশ এসে মেট্রোরেলের বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে গিয়েছিল। এর ফলে ১ ও ২ জানুয়ারি আমরা নির্ধারিত সময়ে মেট্রোরেল চালাতে পারিনি। সেগুলো পরিষ্কার করে আমাদের মেট্রোরেল চালানোর ব্যবস্থা করতে হয়েছে। তাই আমরা নগরবাসীকে অনুরোধ করব, থার্টিফার্স্ট নাইটে যেন মেট্রোরেল লাইনের আশপাশের ১ কিলোমিটারের মধ্যে ফানুস বা অনুরূপ বস্তু ওড়ানো না হয়।

এম এ এন সিদ্দিক বলেন, এবার আমরা ডিএমপি কমিশনারের কাছে চিঠি দিয়েছি। যেহেতু তিনি অনেকগুলো নিষেধাজ্ঞা থার্টিফার্স্ট নাইট উপলক্ষ্যে দিয়ে থাকেন। সেই নিষেধাজ্ঞার মধ্যে যেন এগুলো অন্তর্ভুক্ত করা হয়।

মেট্রোরেল কর্তৃপক্ষও এবার এ বিষয়ে তৎপর থাকবে জানিয়ে তিনি বলেন, মেট্রোরেলের ২০.১০ কিলোমিটারের রুট অ্যালাইনমেন্টকে আমরা সাত ভাগে ভাগ করেছি। আমরা থার্টিফার্স্ট নাইটে রাত ৩টা থেকে আমাদের টিম দিয়ে মেট্রোরেলের সেই লাইন পরীক্ষা করব, যাতে কোনো ধরনের বস্তু না থাকে। তবে আমাদের প্রত্যাশা রুট অ্যালাইনমেন্টের উভয় পাশের ১ কিলোমিটারের মধ্যে যেন ফানুস ওড়ানো না হয়। তাহলে মেট্রোরেল চলাচল অব্যাহত থাকবে এবং ঢাকাবাসীকে আমরা সেবা দিতে পারব।

এম এ এন সিদ্দিক বলেন, গত ৪ নভেম্বর প্রধানমন্ত্রী মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করেছেন। আমরা তখন প্রতিশ্রুতি দিয়েছিলাম- তিন মাসের মধ্যে আমরা সবগুলো স্টেশন চালু করব। তারই ধারাবাহিকতায় ৩১ ডিসেম্বর আমাদের যে দুটি স্টেশন বাদ আছে শাহবাগ আর কারওয়ানবাজার স্টেশন এ দুই স্টেশনে বর্তমান সময়সূচি অনুযায়ী মেট্রোরেল থামবে। পরে পর্যায়ক্রমে মেট্রোরেল চলাচলের সময়সূচি বাড়ানো হবে।

তিনি বলেন, ২০২২ সালের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত অংশের উদ্বোধন করেছিলেন। আজ এ অংশের উদ্বোধনের এক বছর পূর্তি হলো। আমরা বড় ধরনের কোনো চ্যালেঞ্জ ছাড়াই গত এক বছর এ অংশে সফলভাবে মেট্রোরেল পরিচালনা করেছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত