চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় পিকনিক বাস ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছে। একই সঙ্গে আহত হয়েছে আরো চারজন। গতকাল বৃহস্পতিবার চকরিয়ার উত্তর হারবাংস্থ কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন চিরিঙ্গা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক খোকন কান্তি রুদ্র।
নিহতরা হলেন, চকরিয়ার হারবাং এলাকার মোস্তাক আহমদের ছেলে রিদোয়ান, সামাজিকপাড়ার মৃত রশিদ আহমদের ছেলে বক্কর, একই এলাকার বাদশা মিয়ার ছেলে জয়নাল ও বত্তাতলী এলাকার মোজাফ্ফরের ছেলে মহিউদ্দিন। তারা সবাই পিকআপের শ্রমিক ছিলেন।
উপ-পরিদর্শক (এসআই) খোকন কান্তি রুদ্র বলেন, ঢাকার গাজীপুর থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী পিকনিক বাস ও চকরিয়া থেকে চট্টগ্রামগামী পিকআপ মধ্যে হারবাং কলাবাগান এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই হাইওয়ে পুলিশ ও হারবাং পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে ছুটে যায়। এতে ঘটনাস্থলেই চারজন যাত্রীর মৃত্যু হয়। বাকি চারজন যাত্রীকে উদ্ধার করে প্রথমে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্স পরে উন্নত চিকিৎসা জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সংঘর্ষের পরপরই পিকনিক বাসের চালক পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পিকনিক বাস ও পিকআপটি জব্দ করা হয়েছে। মরদেহ উদ্ধার করে গতকাল দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা। এদিকে গতকাল দুপুরে দুর্ঘটনা স্পট পরিদর্শন করেছেন কুমিল্লা রিজিয়ন চট্টগ্রাম জোনের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আবদুল কাদের জিলানী। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। অন্যদিকে বিকালে দুর্ঘটনা স্পট পরিদর্শন করেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) উথোয়াইনু চৌধুরী, কক্সবাজার সার্কেলের (মোটরযান পরিদর্শক) মোহাম্মদ মামুনুর রশীদসহ অনেকেই। তারা দুর্ঘটনাকবলিত যানবাহন পরীক্ষা-নিরীক্ষা করেন।