ঢাকা ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আশুলিয়ায় নদী অবমুক্ত মাটি খননগাড়ি জব্দ

আশুলিয়ায় নদী অবমুক্ত মাটি খননগাড়ি জব্দ

ঢাকার আশুলিয়ায় শিমুলিয়া ইউনিয়নের বড় রাঙামাটি শ্মশানঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মধ্যপাড়া নদী অবমুক্ত করা হয়েছে। এ সময় একটি মাটি খননের যান্ত্রিক (ভেকু) গাড়ি জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আশরাফুর রহমান। গতকাল বিকালে থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাইফুল, মাটিখেকো রসুল ও তার লোকজন মিলে সরকারি জমির পাশাপাশি মালিকানা জমিও কেটে ধ্বংস করে ফেলছে। ফসলি জমি এখন পুকুরে পরিণত হয়েছে। এই পুকুরের কারণে আমাদের বাড়িঘর যেকোনো সময় ভেঙে যেতে পারে। ওরা অনেক টাকা-পয়সার মালিক, ওদের ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পায় না। এর আগেও একবার ম্যাজিস্ট্রেট এসে মাটি কাটা বন্ধ করে দিয়েছিল।

এ ব্যাপারে শিমুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, আমি বিষয়টি জানার পর পরিষদের চৌকিদার পাঠিয়ে বাধা প্রদান করি এবং সতর্ক করে দেই।

এ ব্যাপারে আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আশরাফুর রহমান বলেন, জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে মধ্যপাড়া নদীর এই অংশটি অবমুক্ত করা হয়। এ কাজে জড়িত কাউকে না পেয়ে মামলার আওতায় আনা সম্ভব হয়নি। ঘটনাস্থলে থাকা একটি মাটি কাটা গাড়ি (ভেকু) জব্দ করা হয়। আদালত পরিচালনার সময় পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের পাশাপাশি ভূমি অফিসের বিভিন্ন কর্মচারী মোতায়েন করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত