সুসংবাদ প্রতিদিন

ট্রে পদ্ধতিতে ভুট্টা বীজ থেকে চারা উৎপাদন

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় উপজেলা কৃষি বিভাগ থেকে গ্রোথ মিডিয়া ব্যবহার করে ট্রে পদ্ধতিতে ভুট্টা ফসলের বীজ থেকে চারা উৎপাদন করা হচ্ছে। এরই মধ্যে বেশ কিছু সংখ্যক ট্রেতে চারা উৎপাদন করা হয়েছে। ভুট্টা ফসলের এ চারায় প্রদর্শনী প্লট করা হবে। কম সময়ে ভুট্টা ফসল সংগ্রহে (হার্ভেস্ট) ট্রেতে বীজ উৎপাদনে ও আবাদের উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলা কৃষি অফিস থেকে জানান, উপজেলার বিভিন্ন এলাকায় মাঠে ভুট্টা ফসলের আবাদ করা হয়ে থাকে। এর আবাদকারী কৃষক সংখা ও জমির পরিমাণ ফি বছর বাড়ছে বলে জানা গেছে। ভুট্টা ফসলের আবাদ শুরুর সময় হয়ে এসেছে। জানা গেছে, উপজেলা কৃষি বিভাগ থেকে ভুট্টা ফসলের ৫০ শতকের প্রদর্শনী প্লটের মধ্যে ১০ শতক জমিতে ট্রেতে উৎপাদিত চারা লাগানো আর বাকি ৪০ শতকে প্রচলিত পদ্ধতিতে বীজ বোনা হবে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমী জানান, হাল সময়ে তার বিভাগ থেকে বেশ কিছু সংখ্যক ট্রেতে উৎপাদিত বীজ ভুট্টার গাছগুলো সঠিক পুষ্টভাবে বেড়ে উঠেছে। এসব ট্রেতে বীজ উৎপাদনে জাত হিসেবে উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের ভুট্টা ব্যবহার করা হয়েছে। এ চারা জমিতে লাগানো ও সঠিক পরিচর্যায় বেশি হারে ভুট্টা ফসলের ফলন মিলবে।