গফরগাঁওয়ে আ.লীগ নেতার বাড়িতে আগুন

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলার পাগলা থানাধীন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিনের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত বহস্পতিবার মধ্যরাতে উপজেলার দত্তেরবাজার ইউনিয়নের বিরই গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গৃহকর্তা জালালের ৫ কক্ষের হাফ বিল্ডিং (আধাপাকা) বাড়ির ৪টি কক্ষের আসবাবপত্র, স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও ইলেকট্রনিকস সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে যায়। জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে বিরই গ্রামের সাবেক মেম্বার জালাল উদ্দিনের বাড়ির টিনের চালে আগুন দিলে বাঁশের সিলিং ও কাঠ পুড়ে বিছানায় পড়লে আগুনের উত্তাপে পরিবারের সদস্যরা টের পান। ঘুম থেকে উঠে চিৎকার চেঁচামেচি করে আগুন থেকে বাঁচার জন্য সাহায্য চাইলে স্বজন ও প্রতিবেশীরা ছুটে আসেন। এ সময় সবাই মিলে আগুন নেভানোর চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়। গৃহকর্তা দত্তের বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেম্বার জালাল উদ্দিন জানান, পরিবারের সদস্যরা তখন সবাই গভীর ঘুমে। হঠাৎ আমার ঘরের সিলিং থেকে বিছানা ও মেঝেতে আগুন পড়লে উত্তাপে জেগে ওঠে চিৎকার করতে থাকি। তখন বাড়ির অন্য সদস্যরাও সাহায্যের জন্য ডাক চিৎকার করতে থাকলে স্বজন ও প্রতিবেশীরা এসে আমাদের উদ্ধার করে আগুন নেভানোর কাজে সাহায্য করে। এ সময় ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভানোর কাজে সাহায্য করেন। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাম প্রসাদ পাল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেছে। তবে কিছু একটা ধাহ্য পদার্থের সাহায্যে আগুনের সূত্রপাত হয়েছে। পাগলা থানার ওসি মোহাম্মদ খায়রুল বাশার বলেন, আগুনের ঘটনার সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। পুলিশ তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নিবে। গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফরোজা নাজনীন গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।