চলতি বছরের শুরুতে শীতের তীব্রতা কিছুটা বাড়ছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আগামী ১ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে। ভোটের দিনে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আবহাওয়া শুষ্ক থাকতে পারে এমনটি বলা হয়েছে।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের স্বাক্ষরিত আবহাওয়া পূর্বাভাস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় ৪ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়াও দেশের নদ-নদীর অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। বাতাসের দিক ও গতি হিসেবে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার হবে। এছাড়া ৮ জানুয়ারি হতে ১০ জানুয়ারি পর্যন্ত আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দৃষ্টিসীমা ২-৪ কিলোমিটার, কুয়াশার সময় তা কমে ৪০০ মিটার বা তার কম হতে পারে। এ সময়ে সর্বোচ্চ তাপমাত্রা কমবেশি ২৬ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। আর সর্বনিম্ন তাপমাত্রা কমবেশি ১৩ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। বাতাসের দিক ও গতি পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার হতে পারে। দেশের নদ-নদীর অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।