ভালুকায় জ্বালানি তেল কারখানায় বিস্ফোরণে তিনজন হতাহত
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকায় প্লাস্টিক পুড়িয়ে জ্বালানি তেল তৈরির কারখানায় ড্রাম বিস্ফোরণে বিল্লাহ মুন্সী (৪০) নামে এক ব্যক্তি নিহত এবং সাইফুল ও লতিফ নামে দুইজন আহত হয়েছেন। নিহত বিল্লাহ মুন্সী মৃত সাহেদ আলী মুন্সীর ছেলে।
গতকাল বেলা ১১টায় উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের ভায়াবহ গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে প্লাস্টিক পুড়িয়ে কারখানায় পেট্রল, ডিজেল, অকটেন, কেরাসিনসহ বিভিন্ন জ্বালানি তেল তৈরি করা হচ্ছিল। গতকাল সকালে পর পর দুইবার বিস্ফোরণের শব্দ শুনে এলাকাবাসী। পরে জ্বলানি তেল তৈরির কারখানায় আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস ঘটনার স্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে হতাহতদের উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ময়মনসিংহের উপ-সহকারী পরিচালক মোফাজ্জল হোসেন জানান, প্লাস্টিক বর্জ্য পুড়িয়ে কারখানায় তেল তৈরি করতেন নিহত ও আহতরা।
সিলিন্ডার বিস্ফোরণে ঘটনাস্থলেই বিল্লাহ মুন্সীর মৃত্যু হয়। আহত সাইফুল ও লতিফকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরশাদুল আহমেদ ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, কারখানাটি পরিবেশের জন্য অত্যান্ত ক্ষতিকর ও হুমকিস্বরূপ তাই কারখানাটি বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলাম কিন্তু তারা নির্দেশ অমান্য করে কারখানাটি চালু করায় এই দুর্ঘটনা ঘটেছে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ মোঃ কামাল আকন্দ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।