কক্সবাজারে আগত পর্যটকদের চলাচলের সুবিধার্থে দ্বিতল ছাদখোলা ট্যুরিস্ট বাস সার্ভিস চালুকরণে কক্সবাজার জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে শহিদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) পরিচালক (অর্থ, হিসাব ও অপারেশন) ড. অনুপম সাহা।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ, জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন, বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার, কক্সবাজার প্রেসক্লাব সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম প্রমুখ।
জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেন, আধুনিক এই ট্যুরিস্ট বাসের একটিতে রয়েছে ৫৬টি আসন, আরেকটিতে ৭৫টি আসন। সমুদ্রসৈকতের লাবনী, সুগন্ধা ও কলাতলী পয়েন্টের জেলা প্রশাসনের তথ্য কেন্দ্রে এ ট্যুরিস্ট বাসের টিকিট পাওয়া যাবে। যার মূল্য খোলা ছাদে অর্থাৎ আপার ডেকে ৭০০ টাকা আর নিচ তলায় অর্থাৎ লোয়ার ডেকে ৬০০ টাকা।
অনুষ্ঠানে ট্যুরিস্ট বাসগুলো পর্যটক এবং স্থানীয়সহ সর্বস্তরের মানুষের পরিবহন সেবায় নিয়োজিত থাকবে জানানো হয়। কক্সবাজারের পর্যটন উন্নয়ন সহায়ক বাসগুলো প্রদান করায় বিআরটিসি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হয়।