ঢাকা ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

সুসংবাদ প্রতিদিন

বালিয়াকান্দিতে পেঁয়াজ চাষের ধুম

বালিয়াকান্দিতে পেঁয়াজ চাষের ধুম

রাজবাড়ী জেলার বালিয়াকান্দির চাষিরা পেঁয়াজ চাষে এখন ব্যস্ত সময় পার করছেন। পেঁয়াজ চাষ করে কম লাভবান হওয়ায় তারা হালি বা চারা পেঁয়াজ নিয়ে এখন সিদ্ধান্তহীনতায় রয়েছেন। এবার জ্বালানি তেল ও সারের দাম বৃদ্ধি পাওয়ায় বেড়ে গেছে উৎপাদন খরচ। তারপরও পেঁয়াজ আবাদ চলছে উৎসবমুখর পরিবেশে। শহিদুল ইসলাম নামে এক কৃষক বলেন, সূর্যোদয়ের আগেই মাঠে হাজির হই। সাতসকালেই শ্রমিকদের পদচারণায় মুখর গ্রামের সড়ক কিংবা মেঠোপথ। এই শীতের ঋতুতে সব ফসলিজমিতে এখন হালি পেঁয়াজের চারা রোপণের আবাদ শুরু হয়েছে, যে কারণে প্রতিদিন খুব সকালে পেঁয়াজের চারা রোপণের জন্য মাঠে নেমে পড়েন চাষিরা। সন্ধ্যা পর্যন্ত তারা মাঠে কাজ করেন। আবার অনেকেই রাতে পেঁয়াজের হালি উত্তোলন করে রাখে। বর্তমানে জমিতে সকাল হলেই দলবেঁধে পেঁয়াজ উৎপাদনের কাজে ব্যস্ত সময় পার করছেস চাষিরা। সরেজমিন ঘুরে দেখা যায়, স্কুল-কলেজ পরীক্ষার ছুটি থাকায় স্কুলপড়ুয়া ছেলেরা গ্রামের কৃষকের সাথে খুব সকালে ঠান্ডা কুয়াশা অপেক্ষা করে একেকটা জমিতে দুজন করে লাঙ্গলা দিয়ে মাটি সরিয়ে দেয়, তখন ২০ থেকে ২৫ জন চাষি এক সারিতে বসে পেঁয়াজের হালি রোপণ করেন। অন্যদিকে আরেক দল শ্রমিক পেঁয়াজের হালি উত্তোলন করে এনে দিচ্ছে। এতে করে শ্রমিকদের মধ্যে সহযোগিতা মনোভাব গড়ে উঠে ও প্রতিযোগিতার সাথে, পেঁয়াজ রোপণ শেষ করে, একসাথে সব শ্রমিক কাজ শেষ করে সন্ধ্যার সময় বাড়িতে ফিরে আসেন। পেঁয়াজ চাষের অন্যতম তৃতীয় স্থানে রাজবাড়ী জেলা বালিয়াকান্দিতে পেঁয়াজের আবাদ হয়ে থাকে বেশি। এ বিষয়ে বালিয়াকান্দি কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, এ বছর তাদের পেঁয়াজের হালি চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১২০০ হেক্টর।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত