ঢাকা ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

র‌্যাব-১২ ‘উদয়ের পথে’ উদ্যোগ

সিরাজগঞ্জে আত্মসমর্পণকারী ১৪ চরমপন্থির মৎস্য প্রকল্প উদ্বোধন

সিরাজগঞ্জে আত্মসমর্পণকারী ১৪ চরমপন্থির মৎস্য প্রকল্প উদ্বোধন

প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানে সিরাজগঞ্জের আত্মসমর্পণ ১৪ জন চরমপন্থির মৎস্য প্রকল্প উদ্বোধোন করা হয়েছে। গতকাল দুপুরের দিকে এ প্রকল্প উদ্বোধন করেন র‌্যাব-১২ এর অধিনায়ক মোঃ মারুফ হোসেন, পিপিএম। র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার উসমান গনি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘মাদার অব হিউমিনিটি’ খেতাব অর্জন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মানবাধিকার সংরক্ষণই প্রেরণা। বৃহত্তর জনস্বার্থে র‌্যাব-১২ এর উদ্যোগে চরমপন্থি সর্বহারাদের আত্মসমর্পণ এ ধারাবাহিকতার অংশ মাত্র। প্রধানমন্ত্রীর ‘মাদার অব হিউমিনিটি’ খেতাবের আলোকিত ধারার অংশ হিসেবে গত বছরের ২১ মে র‌্যাব-১২ এর ব্যাটালিয়ন সদর দপ্তরে ৩ শতাধিক চরমপন্থি ২ শতাধিক অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদসহ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপির কাছে আত্মসমর্পণ করেন।

আত্মসমর্পণকারী চরমপন্থি সদস্য ও তাদের পরিবারকে আর্থিকভাবে সচ্ছল করার জন্য র‌্যাব-১২ ‘উদয়ের পথে’ নামক পাইলট প্রোগ্রামের মাধ্যমে হস্তশিল্প প্রশিক্ষণসহ বিভিন্ন বৃত্তিমূলক ও কারিগরি প্রশিক্ষণ প্রদান করে আসছে। র‌্যাবের ডিজির উপস্থাপন মতে আত্মসমর্পণকৃত চরমপন্থি সদস্যদের পুনর্বাসনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল’ হতে ৩১৪ সদস্যকে ১ লাখ টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে এরইমধ্যেই। আত্মসমর্পণ করা চরমপন্থিরা সরকারিভাবে আইনি সহয়তা পেয়ে তারা এখন স্বাভাবিক জীবনযাপন করছে। এদের মধ্যে কেউ ব্যবসা, মাছের ঘের, গবাদি পশু পালন, ছাগল পালন, ইজি বাইক ও সবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করছে। তাদের জীবন-যাত্রার মান আরো উন্নত করতে সরকার আর্থিকভাবে তাদের এ সহয়তা প্রদান করছে। এ লক্ষ্যে র‌্যাব-১২ এর অধিনায়কের দিকনির্দেশনায় ১৪ জন চরমপন্থি মিলে ১ বছরের জন্য ২ লাখ টাকা মূল্যের ৫ বিঘা আয়তনের পুকুরে বিভিন্ন ধরনের উন্নত প্রজাতির ৩০ মণ মাছ চাষ করা হবে। আত্মসমর্পণকৃত অন্যান্য চরমপন্থিরাও যেন জেলাভিত্তিক বিভিন্ন ধরনের খামার করতে পারে সেই উদ্যোগ গ্রহণ করছে র‌্যাব-১২।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত