ঢাকা ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে একরাতে ৪ বাড়িতে দুর্ধর্ষ চুরি

সিরাজগঞ্জে একরাতে ৪ বাড়িতে দুর্ধর্ষ চুরি

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা সরকারপাড়া গ্রামে একরাতে চার বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা নগদ টাকাসহ প্রায় ২২ লাখ টাকার স্বর্ণালংকার নিয়ে গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওই গ্রামে গত বৃহস্পতিবার রাতে চোরেরা শিক্ষক তৌহিদুল ইসলামের বাড়ির গেটের তালা ও জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে এবং বিশেষ কৌশলে প্রায় ৪ ভরি স্বর্ণ ১২ ভরি রুপার অলঙ্কার ও ২ লাখ ৭০ হাজার নগদ টাকা নিয়ে যায়। একইরাতে অটো মিল মালিক বাবুর ঘরের জানালার গ্রিল কেটে ১০ ভরি স্বর্ণ ১৫ ভরি রুপার অলঙ্কার ও নগদ ১ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। একই সময় পার্শ্ববর্তী তালুকদার বাড়িসহ অন্য আরেকটি বাড়িতে এ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। চোরের এ ২ বাড়ি থেকে নগদটাকাসহ বেশ কিছু মালামাল নিয়ে গেছে। এ বিষয়ে রায়গঞ্জ থানার ওসি হারুন অর রশিদ আলোকিত বাংলাদেশকে বলেন, ওই গ্রামের ২ বাড়িতে চুরির ঘটনা জেনেছি। গতকাল সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত