ভোটের দিনেও আজ বিএনপির হরতাল
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আর আজই বিএনপি হরতাল পালন করছে। এর আগে গত বৃহস্পতিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে টানা ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজকের জাতীয় নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে গতকাল সকাল ৬টা থেকে আগামীকাল সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টা দেশব্যাপী হরতাল কর্মসূচি পালন করবে বিএনপি। রুহুল কবির রিজভী আজকের নির্বাচন বর্জন করতে দেশবাসী ও ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রসঙ্গত, সরকার পতনের একদফা আন্দোলন চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপি। এরই ধারাবাহিকতায় নানা কর্মসূচি পালন করে আসছে। গত ২৮ অক্টোবর মহাসমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর দলটি অনেকটা ব্যাকফুটে চলে যায়। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অনেক নেতাকর্মী কারাগারে। আবার অনেকে গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে রয়েছেন।