খুলনার ডুমুরিয়ায় ভোটকেন্দ্র থেকে ককটেল উদ্ধার ও ভুয়া পোলিং এজেন্ট আটক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
খুলনা প্রতিনিধি
খুলনা-৫ আসনের ডুমুরিয়া উপজেলার ভোটকেন্দ্রের সামনে থেকে একটি ককটেল উদ্ধার করা হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টায় উপজেলার চুকনগর ডিগ্রী কলেজের সামনে থেকে ককটেলটি উদ্ধার করা হয়। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার পাইলট কুমার গাইন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ করে কিছু লোক জড়ো হয়ে একটি বস্তু দেখতে পায়। পরে সেটিকে বালতি দিয়ে ঢেকে রাখা হয়। পরবর্তীতে আরো একটি বালতিতে পানিতে ভিজিয়ে রাখে পুলিশ। ভোটকেন্দ্রের দায়িত্বরত এসআই কামাল হোসেন বলেন, ককটেলটি উদ্ধার করে পানিতে ভিজিয়ে রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। তবে কে বা কারা ককটেল ভোটকেন্দ্রের সামনে রেখেছে সেটি জানা যায়নি। অন্যদিকে খুলনা-৫ আসনের একটি ভোটকেন্দ্র থেকে একজন ভুয়া পোলিং এজেন্টকে আটক করা হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে ডুমুরিয়া উপজেলার শোভনা বিরাজমানী মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে তাকে আটক করা হয়। ওই কেন্দ্রে তিনি নৌকা প্রতীকের পোলিং এজেন্ট হিসেবে কাজ করছিলেন। আটক জিল্লুর বাগাতি ডুমুরিয়া উপজেলার পূর্ব-শোভনা গ্রামের নওশের বাগাতির ছোলে। ওই এলাকায় দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেন বলেন, কেন্দ্রটিতে গিয়ে এজেন্টের দেখতে চাইলে তিনি নিজেকে এজেন্ট বলে পরিচয় দেন। তবে কোনো নিয়োগপত্র দেখাতে পারেননি। তাই তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।