ঢাকা-১৯ আসন (সাভার-আশুলিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম বলেছেন, ভোটের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছি তা পর্যায়ক্রমে পূরণ করা হবে। গতকাল দুপুরে আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, ভেদাভেদে ভুলে সবাইকে সাথে নিয়ে একটি আধুনিক ও স্মার্ট সাভার গড়তে চাই। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।
তিনি চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে আরো বলেন, সাভার ও আশুলিয়ায় কোনো চাঁদাবাজ রাখব না। যারা ফুটপাত ও বিভিন্ন যানবাহন থেকে চাঁদা আদায় করেন তাদের ভালো হয়ে যাওয়ার অনুরোধ করছি। সেই সাথে সন্ত্রাসীদের প্রয়োজনে সাভার ছাড়তে হবে। সে যে কেউ হোক না কেন। কারণ, সম্মানিত ভোটাররা সন্ত্রাসী চান না, চাঁদাবাজ চান না, ভূমিদস্যু চান না। এজন্যই সম্মানিত ভোটাররা তাকে বেছে নিয়েছেন।
রাজনীতি বিভক্ত নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি নিজে একটি পদে রয়েছি। আমি সাভার ও আশুলিয়া প্রতিটি নেতাকর্মীকে এক সারিতে আনব। দ্বিমত ভুলে সবাই কাজ করব।
সংবাদ সম্মেলন শেষে বিভিন্ন শ্রেণির পেশাজীবী, সংগঠনের সদস্যরা ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।