মাদারীপুরের কালকিনিতে স্বতন্ত্র প্রার্থীর বিজয় মিছিলে বোমা হামলার ঘটনায় আহত এমারত সরদারের (৪৫) গতকাল দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
গত সোমবার দুপুরে উপজেলার আলিনগর ইউনিয়নের ফাসিয়াতলা বাজারে এ বোমা হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসনে নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপকে পরাজিত করে বিজয়ী হন স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম। গত ৮ জানুয়ারি সোমবার সকালে তাহমিনার সমর্থক আলিনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন সরদারের নেতৃত্বে একটি বিজয় মিছিল বের করা হয়। মিছিলটি কালীগঞ্জ থেকে ফাসিয়াতলা বাজারে যাবার পথে মিছিলে অতর্কিত হামলা চালানো হয়। এ সময় বেশ কয়েকটি বোমা নিক্ষেপ করার অভিযোগ ওঠে। এতে আহত হয় অন্তত ১০ জন। তাদেরকে উদ্ধার করে ভর্তি করা হয় কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাদারীপুর জেলা সদর হাসপাতালে। গুরুতর আহত হয় এমারাত সরদার নামে স্বতন্ত্র প্রার্থীর এক কর্মী। তিন দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল দুপুরে ঢাকার প্রাইম জেনারেল হাসপাতালে তিনি মারা যান। মাদারীপুর জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বলেন, আহত এমারত সরদার চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুরে মারা গেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলায় জড়িতদের গ্রেফতার করতে পুলিশ কাজ করছে।