ঢাকা ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

চট্টগ্রামে কৃষিজমির মাটি কাটার দায়ে যুবকের কারাদণ্ড

চট্টগ্রামে কৃষিজমির মাটি কাটার দায়ে যুবকের কারাদণ্ড

চট্টগ্রামে রাতের আঁধারে কৃষিজমির উপরিভাগের মাটি কাটায় মো. আবদুল মান্নান নামের এক যুবককে কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ সময় ওই যুবককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। গতকাল ভোর ৬টার দিকে সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের কলঘর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী বলেন, কৃষি জমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কাটার সময় হাতেনাতে মো. আবদুল মান্নান (৩৯) নামের এক যুবককে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় তাকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানে সহযোগিতা করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্য ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীরা। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত