ইমরান খানের দলের নির্বাচনি প্রতীক বাতিল করল শীর্ষ আদালত
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল দেশটির আগামী সাধারণ নির্বাচনে ‘ব্যাট’ প্রতীক পাচ্ছে না। পাকিস্তানের শীর্ষ আদালত শনিবার ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর এই প্রতীক বাতিল করে রায় দিয়েছে।
আগামী ৮ ফেব্রুয়ারি দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। খানের দলের ওপর দমন-পীড়নের পরিপ্রেক্ষিতে মানবাধিকার গ্রুপগুলো এ নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে।
ওয়াশিংটনভিত্তিক উইলসন সেন্টারের সাউথ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান বলেছেন, সম্ভবত দেশটির সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দলের জন্যে এখন পর্যন্ত এটি শাসকদলের পক্ষ থেকে সবচয়ে বড়ো নির্বাচনি ধাক্কা। পাকিস্তানের সংবাদমাধ্যমে বলা হয়েছে, দুই দিন শুনানি নিয়ে তিন সদস্যের বেঞ্চ পিটিআইকে ‘ব্যাট’ না দেয়ার রায় দিয়েছে।
দলটির মুখপাত্র জুলফি বুখারি একে গণতন্ত্রের জন্য বাজে দিন বলে বর্ণনা করেছেন। উল্লেখ্য, ইমরান খান দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে বতর্মানে কারাবন্দি। এ কারণে তিনি নিজ দলের প্রধানের পদেও অযোগ্য। ফলে সম্প্রতি দলের অভ্যন্তরীণ নির্বাচনে পিটিআই নতুন নেতৃত্ব নির্বাচিত করে। দলের চেয়ারম্যান নির্বাচিত হন গহর আলী খান। তবে পিটিআইয়ের গঠনতন্ত্র ও পাকিস্তানের নির্বাচন কমিশনের আইন (ইসিপি) মেনে নির্বাচন হয়নি বলে অভিযোগ ওঠে। এ কারণে গত ২২ ডিসেম্বর দলটির ‘ব্যাট’ প্রতীক বাতিল করে ইসিপি। শেষ পর্যন্ত বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়।
এদিকে বিশ্লেষকরা বলছেন, এ রায়ের কারণে দেশটির তিনদফায় প্রধানমন্ত্রী হওয়া নওয়াজ শরীফের জন্যে নির্বাচনে সামনের কাতারে চলে আসার সুযোগ তৈরি হলো। তিনি দেশটির জেনারেলদের সমর্থনও পাচ্ছেন।
বেলুচিস্তানে বোমা বিস্ফোরণে ৫ পাকিস্তানি সৈন্য নিহত
পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে বোমা হামলায় দেশটির পাঁচ সৈন্য নিহত হয়েছে। সেখানে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষের পর তাদের গাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালালে তারা প্রাণ হারায়। গতকাল সামরিক বাহিনী এ কথা জানিয়েছে। খবর এএফপি’র। খবরে বলা হয়, শনিবার গোলযোগপূর্ণ এ প্রদেশের কেচ জেলায় এ হামলার ঘটনা ঘটে। সেখানে সামরিক বাহিনী কয়েক দশক ধরে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করে আসছে।
সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর একটি গাড়ি লক্ষ্য করে একটি বোমার বিস্ফোরণ ঘটায়। সেখানে সামরিক বাহিনী ও জঙ্গিদের মধ্যে ব্যাপক গুলি বিনিময়ের পর এ বোমা হামলার চালানো হয়।
বিবৃতিতে আরো বলা হয়, সেখানে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চলাকালে এ পাঁচ সাহসী সৈনিক বীরত্বের সঙ্গে লড়াই করে তাদের জীবন উৎসর্গ করে শাহদাত (শহীদ) বরণ করেন। এতে বলা হয়, সংঘর্ষে তিন জঙ্গিও নিহত হয়েছে।
এখন পর্যন্ত কেউ গত শনিবারের এ হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে জাতিগত বেলুচ বিচ্ছিন্নতাবাদীরা বছরের পর বছর ধরে এ অঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। এর আগেও চায়না-পাকিস্তান ইকোনমিক করিডোর (সিপিইসি) প্রকল্প অবকাঠামোসহ অনেক হামলার ক্ষেত্রে দেখা গেছে বেলুচ বিচ্ছিন্নবাদীরা সেসব হামলার দায় স্বীকার করে। এ করিডোর অঞ্চলে সহিংসতা প্রতিরোধে পাকিস্তানের হাজার হাজার সৈন্য মোতায়েন রয়েছে।