সাতক্ষীরা সদর উপজেলার ধলবাড়িয়া গ্রামে স্ত্রীর সাথে ঝগড়ার জের ধরে দ্বিতীয় শ্রেণিতেপড়ুয়া নিজের শিশুসন্তান আরিফ বিল্লাহকে হত্যা করে ঘরে আগুন দেওয়ার অভিযোগে গ্রেপ্তারকৃত মাদকাসক্ত বাবা ইয়াসিন আলীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সাতক্ষীরা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জিয়াউর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত শুক্রবার ভোর রাতে সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়নের ধলবাড়িয়া গ্রামের গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ওই দিনই ঘাতক পিতা ইয়াসিন আলী গাজীকে আটক করেন। সাতক্ষীরা সদর থানার মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার এসআই অভিক বড়াল জানান, ঘাতক ইয়াসিন আলী একজন মাদকাসক্ত ব্যক্তি। তার নামে থানায় মাদক ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। মাদক সেবনকে কেন্দ্র করে তার স্ত্রী রোকেয়া খাতুনের সাথে তার প্রায়ই ঝগড়াঝাঁটি হতো। গত দুই সপ্তাহ আগেও ইয়াসিন গাজীর সাথে তার ঝগড়া হয়। এ ঘটনার পর তার স্ত্রী তার শিশুসন্তান আরিফকে নিয়ে তার বাবার বাড়ি ধুলিহর গ্রামে চলে যান। গত বৃহস্পতিবার বিকালে তার স্বামী ইয়াসিন আলী গাজী তার বাবার বাড়ি গিয়ে তার শিশুসন্তান আরিফকে ধলবাড়িয়া গুচ্ছগ্রামে তার নিজ বাড়িতে নিয়ে আসে। এরপর শুক্রবার ভোর রাতে সে তার শিশুসন্তান আরিফ হোসেনকে হত্যার পর নিজের ঘরে আগুন জ্বালিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ইয়াসিন আলী গাজীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন। এরপর ঘাতক ইয়াসিন আলীর স্ত্রী রোকেয়া খাতুন ওই দিনই বাদী হয়ে তার বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় গত ৭ জানুয়ারি তিনি তিন দিনের রিমান্ড আবেদন জানালে আদালত অগতকাল শুনানি শেষে তা মঞ্জুর করেন।