অমর একুশে গ্রন্থমেলা আয়োজনের প্রস্তুতি চলছে। পুরোদমে চলছে স্টল ও প্যাভিলিয়ন নির্মাণের কাজ। মেলা উপলক্ষ্যে প্রকাশকদের মধ্যে ডিজিটালাইজড পদ্ধতিতে স্টল বরাদ্দের লটারি আগামী ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ৩০ জানুয়ারি বেলা ১১টায় আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে মেলার সার্বিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রতি বছরের মতো এবারও ১ ফেব্রুয়ারি থেকে বইমেলার আয়োজন করতে যাচ্ছে বাংলা একাডেমি।
বইমেলা প্রাঙ্গণ সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি চত্বরে জোরেশোরে চলছে মেলার স্টল-প্যাভিলিয়ন নির্মাণের কাজ। গতবারের মতো এবারও রমনা কালীমন্দিরের পাশে গড়ে তোলা হচ্ছে শিশু চত্বর। বাংলা একাডেমির আঙিনায় উদ্বোধনী প্যান্ডেলের নির্মাণ শেষ। হলেও প্রায় অর্ধেক স্টলের কাঠামো এখনো দাঁড়ায়নি।
বইমেলা আয়োজক কমিটি জানায় বইমেলায় আগের তালিকাভুক্ত ৯৯১টি প্রকাশনা রয়েছে। এছাড়া নতুন আরো ৭৭টি প্রতিষ্ঠান মেলায় স্টলের জন্য আবেদন করেছে। মেলা যথাযথ সময়ে শুরু এবং উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রী সম্মতি প্রদান করেছেন। প্রতি বছর বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্টের মাধ্যমে বইমেলার স্টল ও প্যাভিলিয়ন নির্মাণ করা হতো। তবে তাদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ ও সমালোচনার কারণে এবার মেলার পুরো দায়িত্ব বাংলা একাডেমি নিজেই নিয়েছে।