জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপর বিশ্ববিদ্যালয় ভর্তি গুচ্ছ পরীক্ষা-পদ্ধতি চাপিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এমনটাই দাবি করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
গতকাল দুপরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়ার উপর দশ দফা দাবি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন শিক্ষক নেতৃবৃন্দ। সংগঠনের সাধারণ সম্পাদক ড. শেখ মাশরিক হাসান বলেন, শিক্ষক সমিতি চায় না গুচ্ছ ভর্তি পরিক্ষার মধ্যে থাকতে, আমাদের উপর গুচ্ছ প্রক্রিয়া চাপিয়ে দিয়েছে নীতিনির্ধারক তথা ইউজিসি। এটি একটি অস্বচ্ছ ও ত্রুটিপূর্ণ পক্রিয়া।
জবিশিস সভাপতি অধ্যাপক ড. মোঃ জাকির হোসেন জানান, যারা গুচ্ছ ভর্তি পরিক্ষা স্বচ্ছ ও সুন্দরভাবে সম্পন্ন করতে পারেনি তারাই পুনরায়-এর দায়িত্ব পাচ্ছে। তাছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গতিকে ব্যাহত করার জন্যই একটি পক্ষ কাজ করে যাচ্ছে। আমরা শর্তসাপেক্ষে গুচ্ছতে যাওয়ার পক্ষে রায় দিলেও আমাদের শর্তগুলো পূরণ হয়নি। আমাদের বাধ্য করা হচ্ছে গুচ্ছতে থাকতে।
এছাড়া সম্মেলনে বক্তারা গত কয়েকবছরের ভর্তি পরীক্ষার অসঙ্গতি ও শিক্ষার্থী ভোগান্তি তুলে ধরার মাধ্যমে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে একক ভর্তি পরীক্ষার দাবি জানান। দাবিতে দীর্ঘসূত্রিতা কমিয়ে চলতি বছরের ১ জুলাই নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরুসহ ভর্তি পরীক্ষার আর্থিক স্বচ্ছতার কথা উঠে আসে।