ঢাকা ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বোরোর বীজতলা পরিচর্যায় ব্যস্ত দিনাজপুরের চাষিরা

চাষের লক্ষ্যমাত্রা ১ লাখ ৭৬ হাজার ৩০০ হেক্টর জমি
বোরোর বীজতলা পরিচর্যায় ব্যস্ত দিনাজপুরের চাষিরা

আমন ধানকাটাই ও মাড়াই শেষে জমিতে কৃষকরা চাষ করেছিলেন আলু। সেই ফসল ঘরে তুলতে শুরু করেছেন তারা। এরই মধ্যে শীত উপেক্ষা করে অনেক কৃষককেই বোরো চাষাবাদের জন্য বীজতলা তৈরি করে তা পরিচর্যায় ব্যস্ত সময় পার করতে দেখা গেছে দিনাজপুরের ১৩টি উপজেলায়। দিনাজপুর জেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় ১ লাখ ৭৬ হাজার ৩০০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলার ১৩টি উপজেলায় আমন ধান কাটা-মাড়াই শেষে জমিতে আলু চাষ করেন কৃষকরা। সেই ফসল ঘরে তুলে রসালো ও নিচু জমিতে বোরো ধানের বীজ রোপণ করেছেন চাষিরা। ১ বিঘা জমির জন্য ৩ কেজি বীজধান বীজতলায় রোপণ করেছেন তারা। প্রায় এক মাস আগে বীজ রোপণ করা হয়েছে। আর মাত্র ১০ থেকে ১৫ দিনের মধ্যে এসব বীজতলা থেকে চারা তুলবেন কৃষকরা। চারা বেড়ে উঠার জন্য বোরো চাষিরা বীজতলায় থিওভিট কীটনাশক স্প্রে করছেন। এছাড়া ইউরিয়া সারও প্রয়োগ করতে দেখা গেছে তাদের।

দিনাজপুর জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. নুরুজ্জামান বলেন, চলতি বোরো মৌসুমে ১ লাখ ৭৩ হাজার হেক্টর জমিতে বোরো ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গেল বছর লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৭৬ হাজার ৩০০ হেক্টর। দাম ভালো এবং ফলন বাম্পার হওয়ায় এবার ৫ হাজার হেক্টর জমিতে বোরো চাষ বৃদ্ধি পাচ্ছে। আশা করছি, এবারও কৃষক তাদের কাঙ্ক্ষিত ফসল ঘরে তুলে লাভবান হতে পারবেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত