ঢাকা ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ভালুকায় অসুস্থ হয়ে তিন কর্মচারীর মৃত্যু

এসকিউ গ্রুপের দুই কারখানা সাময়িক বন্ধ করল প্রশাসন

এসকিউ গ্রুপের দুই কারখানা সাময়িক বন্ধ করল প্রশাসন

শিল্পাঞ্চল খ্যাত ভালুকা উপজেলার জামিরদিয়া এসকিউ গ্রুপের বিরিকিনা এবং সেলসিয়াস কারখানায় শ্রমিক কর্মকর্তাসহ তিনজনের মৃত্যু এবং অর্ধশত শ্রমিক অসুস্থ হওয়ার ঘটনায় প্রতিষ্ঠানটির দু’টি কারখানা সাময়িক বন্ধ করে দিয়েছে প্রশাসন।

গতকাল দুপুরে প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ময়মনসিংহের উপ-মহাপরিদর্শক মো: আরিফুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

এর মধ্যে গত শনিবার রাতে এসকিউ গ্রুপের সেলসিয়াস কারখানা এবং এর আগে প্রতিষ্ঠানটির বিরিকিনা কারখানার উৎপাদন সাময়িক বন্ধ করে দেওয়া হয় বলেও জানান তারা। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ময়মনসিংহের উপমহাপরিদর্শক মো: আরিফুজ্জামান আরো জানান, এ ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওই তদন্তে দেখা দেখা গেছে- কিছুদিন ধরে কারখানার ৬ষ্ঠ তলার শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ও অ্যাডজাস্ট ফ্যান বন্ধ রাখা এবং কারখানার পাশেই ইটিপি স্থাপন করার ফলে সেখান থেকে নির্গত ক্ষতিকারক গ্যাস (মিথেন, কার্বন ডাই-অক্সাইড, কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন সালফাইড, অ্যামেনিয়াম) ভেতরে প্রবেশ এবং বায়ুপ্রবাহে ত্রুটি থাকার কারণে বাতাসে কার্বন ডাই-অক্সাইড, কার্বন মনোক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়ায় অক্সিজেন স্বল্পতার কারণে শ্বাসরোধ হয়ে শ্রমিক কর্মকর্তাসহ তিনজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে প্রতিয়মান হয়েছে। সেই সঙ্গে অসুস্থ শ্রমিক কর্মকর্তাদের দায়সারা চিকিৎসা এবং সংশ্লিষ্টদের দায়িত্ব অবহেলার বিষয়টিও প্রতীয়মান হয়েছে।

এ অবস্থায় তদন্ত প্রতিবেদনে এই প্রতিষ্ঠানটিকে ছয় দফা সুপারিশ করা হয়েছে বলেও জানান তিনি। এর মধ্যে কারখানার সব কর্মকক্ষে কার্যকর বায়ুপ্রবাহে স্থায়ী ব্যবস্থা নিশ্চিত করা, কারখানার দেওয়াল থেকে ইনলেট ফ্যান ও এসি অপসারণ করে যথাযথ স্থানে স্থাপন, পর্যাপ্ত ডাস্ট কারেক্টর ও অ্যাডজাস্ট ফ্যান স্থাপন, পর্যাপ্ত চিকিৎসক ও নার্স নিয়োগ, সব দুর্ঘটনা যথা সময়ে সরকারি কর্তৃপক্ষকে অবহিত করা এবং বছরে দুইবার শ্রমিকদের স্বাস্থ্য পরিক্ষা করা।

প্রসঙ্গত, সম্প্রতি এসকিউ কারখানায় দুই দফায় প্রায় অর্ধশত শ্রমিক অসুস্থ হয় এবং শ্রমিক-কর্মকর্তাসহ তিনজন মৃত্যুবরণ করলে ঘটনাটি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়, কারখানা এবং প্রশাসনের ভেতরে-বাইরে।

এদিকে এসকিউ প্রতিষ্ঠান কর্তৃপক্ষের বিরুদ্ধে ঘটনাটি ধামাচাপার দেওয়ার চেষ্টা করা এবং সাংবাদিকদের তথ্য না দেওয়ার অভিযোগ রয়েছে। এ বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও এসকিউ কর্তৃপক্ষের কারো নাম্বার পাওয়া যায়নি এবং বক্তব্যও জানা যায়নি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত