ঢাকা ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সন্ত্রাসী হামলার হুমকি

ইসলামাবাদে স্কুল ও বিশ্ববিদ্যালয় বন্ধ

ইসলামাবাদে স্কুল ও বিশ্ববিদ্যালয় বন্ধ

সম্ভাব্য সন্ত্রাসী হামলার হুমকির কারণে পাকিস্তানের ইসলামাবাদের বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। সূত্রগুলো দাবি করেছে, নিষিদ্ধ সংগঠনটি ইসলামাবাদের শিক্ষাপ্রতিষ্ঠান, বিশেষ করে স্কুল এবং বিশ্ববিদ্যালয়গুলোতে একাধিক ‘সন্ত্রাসী হামলা’ করার পরিকল্পনা করছে। স্থানীয় সময় গতকাল সোমবার পুলিশ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের স্কুল ও বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেয়। ইসলামাবাদ পুলিশ আত্মঘাতী হামলার হুমকি পেয়েছে বলে ইসলামাবাদের পুলিশ কন্ট্রোল ইন্সপেক্টর ইনামুল্লাহ খান ফোনে জানান। তবে এ সময় তিনি হুমকি দেওয়া ‘সন্ত্রাসীগোষ্ঠীর’ কোনো নাম উল্লেখ করেননি। তিনি বলেন, সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। পুলিশ কর্মকর্তারা এক বিবৃতিতে দাবি করেছেন, রাজধানীতে নিরাপত্তাব্যবস্থা দৃঢ় করা হয়েছে। ফেডারেল রাজধানীতে নির্বাচনি সমাবেশ করার ক্ষেত্রে সতর্কতার পরামর্শ দেওয়া হয়েছে। জিও টেলিভিশন চ্যানেল জানিয়েছে, রাজধানীর শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ হয়ে গেছে। দক্ষিণ এশিয়ার দেশটিতে এই ধরনের সন্ত্রাসী হামলা বহুগুণ বেড়েছে। সরকার প্রধানত এর জন্য আফগানিস্তানভিত্তিক একটি গোষ্ঠীর শাখা তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে দায়ি করে। কাউন্টার-টেরোরিজম ডিপার্টমেন্ট (সিটিডি) পাঞ্জাব এক বিবৃতিতে বলেছে, সম্ভাব্য সন্ত্রাসী হুমকির কারণে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত