ঢাকার সাভারের আশুলিয়ায় আবারও ডাকাতির ঘটনা ঘটেছে। এবার বাড়ির মালিককে বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে ২৮ লাখ টাকা ও ৭০ ভরি স্বর্ণালংকার লুটে নিয়েছে ডাকাতরা। গত রোববার দিবাগত রাত ২টার দিকে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার আব্দুল মান্নানের বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এর আগে, গত ১৪ জানুয়ারি রবিবার ভোর সাড়ে ৪টার দিকে আশুলিয়ার কুটুরিয়া উত্তরপাড়া এলাকার আমির দেওয়ানের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ওই ঘটনায় ডাকাতের ছুরিকাঘাতে একজন নিরাপত্তা কর্মী নিহত হন। এর রেশ কাটতে না কাটতেই আবারও ডাকাতির ঘটনায় উদ্বিগ্ন আশুলিয়াবাসী। ভুক্তভোগী বাড়ির মালিক আব্দুল মান্নান মোল্লা জানান, আমার দুইতলা ভবনের দ্বিতীয় তলায় আমরা বসবাস করি। রাত ২টার দিকে বাড়ির নিচতলার জানালার গ্রিল কেটে সাত ডাকাত ঘরে ঢুকে। এ সময় শব্দ হলে আমি নিচে নেমে আসি। নিচতলায় আসামাত্র তিন থেকে চারজন আমাকে ধরে বেঁধে ফেলে এবং অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে ফেলে। পরে ঘরে থাকা নগদ ২৮ লাখ টাকা ও ৭০ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।