এলজিইডি কুমিল্লা অঞ্চল

কাজের অগ্রগতি পর্যালোচনা সভা

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা অঞ্চলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নাধীন প্রকল্পসমূহের কাজের অগ্রগতি পর্যালোচনাবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার এলজিইডি কুমিল্লার আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এলজিইডি কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মীর্জা মো. ইফতেখার আলী। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মোস্তফা হাসান ও বিশেষ অতিথি ছিলেন এলজিইডি ঢাকা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও জিসিপি-৩ প্রকল্পের পরিচালক মো. শরীফ হোসেন। সভায় কুমিল্লার ১৭টি উপজেলার প্রকৌশলীসহ প্রকল্পের কাজের সাথে সম্পৃক্ত ১০০ জন ঠিকাদার উপস্থিত ছিলেন। সভার প্রধান অতিথি কুমিল্লা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মোস্তফা হাসান প্রকল্প কাজের গুণগতমান উন্নয়নে ঠিকাদার ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের পারস্পরিক যোগাযোগ