ঢাকা ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনে ডিশের তার বন্ধ ছিল ট্রেন

মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনে ডিশের তার বন্ধ ছিল ট্রেন

মেট্রোরেলের কারওয়ান বাজার থেকে শাহবাগমুখী রুটে লাইনের বৈদ্যুতিক তারের ওপর ডিশের তার পড়ে প্রায় পৌনে এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। গতকাল ট্রেনের যাত্রীরা জানিয়েছেন, বেলা ১১টা ৫০ মিনিটের দিকে ট্রেন চলাচল বন্ধ হয়। চলাচল স্বাভাবিক হয় ১২টা ৩৬ মিনিটের দিকে। মেট্রোরেলের পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক জানান, বাইরে থেকে একটি ডিশের তার মেট্রোরেলের লাইনের ওপর ফেলা হয়। তাই তারটি অপসারণ করা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। এখন দুই লাইনেই ট্রেন চলছে। এদিকে, মেট্রো ট্রেন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অনেকে এ নিয়ে ট্রাফিক অ্যালার্ট গ্রুপে তাদের ভোগান্তির কথা উল্লেখ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত