ঢাকা ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সাভারে কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্য অস্ত্রসহ আটক

সাভারে কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্য অস্ত্রসহ আটক

ঢাকার সাভারের আশুলিয়ায় দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। গতকাল দুপুরে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক মিলন ফকির। এর আগের দিন রাত ১টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার রোজ পোশাক কারখানার পেছন থেকে তাদের আটক করে পুলিশ। পূর্ব শত্রুতার জেরে লিটন নামের এক ব্যক্তির বাড়িতে হামলা করার সময় স্থানীয়দের সহায়তায় তাদের পুলিশ আটক করে বলে জানা গেছে। আটককৃতদের কাছে থেকে তিনটি রাম দা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

আটকৃতরা হলো- বগুড়া জেলা সদরের মো: কাজলের ছেলে হৃদয় (১৭), ময়মনসিংহ জেলার আলী আকরামের ছেলে লাহিম (১৬), মাহিদ (১৭) ও শফিকুল (১৭)। তবে আটক বাকি একজনসহ আহতদের নামণ্ডপরিচয় জানা যায়নি। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জামগড়ার রূপায়ণ মাঠ এলাকায় জনৈক লিটনের বাড়িতে হামলা করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এ সময় স্থানীয় লোকজন তাদের বাধা দিলে তারা তিনজনকে আহত করে। পরে এলাকাবাসী একত্রিত হয়ে কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে আটক করে থানায় খবর দেয়। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ পাঁচজনকে আটক করে থানায় নিয়ে যায়। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

আটক হৃদয়ের বরাত দিয়ে পুলিশ জানায়, তৈয়ব, রতন ও জিনুসহ কয়েকজন লিটন নামের ওই ব্যক্তিকে মারার জন্য আটক পাঁচজনসহ ১৫ থেকে ২০ জনকে রাম দা নিয়ে পাঠায়। কথামতো তারা জামগড়ার রূপায়ণ মাঠ এলাকার লিটনের বাড়িতে হামলা করে। তবে স্থানীয়রা এ সময় বাধা দেয়। পরে এলাকাবাসী তাদের আটক করে থানায় খবর দেয়। আশুলিয়া থানার উপ-পরিদর্শক মিলন ফকির জানান, ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত