ঢাকা ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বিপদে স্মার্টফোন গেমাররা!

বিপদে স্মার্টফোন গেমাররা!

যারা মোবাইল ফোনে গেমস খেলেন তাদের সামনে বড় বিপদ। বিপদ এড়াতে গেমারদের সতর্ক থাকার পরামর্শ দিল ভারত সরকার। সাইবার অপরাধ ঠেকাতে গেমারদের এই পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া অন্যান্য স্মার্টফোন ব্যবহারকারীদের সতর্ক থাকতে বলেছে দেশটির সরকার। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাইবার শাখা এই ধরনের অপরাধ বন্ধ করতে বিভিন্ন সতর্কতা জারি করে। আর তাতে বিশেষ কিছু সুরক্ষা টিপসও উল্লেখ করা হয়। কীভাবে এই স্ক্যাম হচ্ছে? আজকাল স্ক্যামাররা মানুষকে ঠকানোর জন্য অনেক পদ্ধতি অবলম্বন করছে। তাদের নজরে এবার গেমিং সেক্টর। আর তার সাহায্যেই ঘটে যাচ্ছে একের পর এক জালিয়াতি। তারা গেমিংয়ের মাধ্যমে লিংক পাঠাচ্ছে। আর তাতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই উধাও হয়ে যাচ্ছে ব্যাংকের টাকা। আর তার সঙ্গে ফোনে ব্যক্তিগত সমস্ত ডেটাও চুরি করে নিচ্ছে তারা। গেম খেলতে খেলতে উত্তেজনায় বহু মানুষই এই স্ক্যামের শিকার হচ্ছেন। তাই ভারত সরকারের তরফে এই স্ক্যাম নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। কীভাবে সাবধান থাকবেন? এই ধরনের জালিয়াতি আটকাতে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে সতর্কতা জারি করা হয়েছে, তাতেই বিভিন্ন টিপস দেওয়া হয়েছে। তবে তার আগে এটি মাথায় রাখুন যে, কোনো অজানা লিংকে ক্লিক করবেন না। কোনো অজানা লিংকে ক্লিক করার আগে আপনার সবকিছুর দিকে খুব মনোযোগ দেওয়া উচিত। এই ধরনের লিংক আপনাকে একটি অন্য পেজে নিয়ে যায়। যেখানে আপনি পপআপ দেখতে পান এবং সেই পপআপই আপনার ডেটা চুরি করে নেয়।

নিজেকে নিরাপদ রাখুন : গেমিংয়ের সময় আপনাকে আরো নিরাপদ হতে হবে। এখানেই মানুষ সবচেয়ে বেশি প্রতারিত হয়। কারণ, উত্তেজনায় যে কোনো লিংকে ক্লিক করে ফেলে অনেকেই। সর্বদা শুধুমাত্র অফিসিয়াল সাইট থেকে গেমটি ডাউনলোড করুন। এর মধ্যে রয়েছে প্লে স্টোর এবং অ্যাপ স্টোর। যেকোনো অ্যাপ ডাউনলোড করার আগে তার সম্পর্কে সম্পূর্ণ তথ্য জেনে নিন। এছাড়া তার রিভিউ পড়ুন। এর পরই তা ফোনে ডাউনলোড করুন। গেমিংয়ের সময় যেকোনো অচেনা ব্যবহারকারীর সঙ্গে কথা না বলাই ভালো। আর ভুলেও কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত