বিএনপির আন্দোলন ক্ষমতায় বসার জন্য নয়
বললেন মঈন খান
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেছেন, আমাদের আন্দোলন বিএনপিকে ক্ষমতায় বসানোর জন্য নয়, একদলীয় সরকার বিদায় করে হারানো গণতন্ত্র পুনরুদ্ধার করার আন্দোলন। গতকাল দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এ সভার আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)।
মঈন খান বলেন, ক্ষমতা বা অর্থের মোহে নয়, আমাদের লক্ষ্য জনগণের ভোটাধিকার ও হারানো গণতন্ত্র ফিরিয়ে আনা। বিএনপি শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। সেজন্য ৭ জানুয়ারি দেশের জনগণ নির্বাচনের ভোট বর্জন করেছে। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ব্যর্থ ও জনগণ দ্বারা প্রত্যাখ্যাত দাবি করে তিনি বলেন, দেশের জনগণ অতীতেও আপস করেনি, এখনও ভোটাধিকার ও গণতন্ত্র প্রশ্নে আপস করবে না।
সভায় সভাপতিত্ব করেন জেডআরএফ’র রিসার্চ সেলের আহ্বায়ক ডা. সৈয়দা তাজনিন ওয়ারিস সিমকী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেডআরএফ’র ওয়ার্কিং কমিটির সদস্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম।