ঢাকা ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

রামুতে বালি মহালের আড়ালে পাহাড় কাটা

* ডেজার মিশন ও ৫ হাজার ঘনফুট বালি জব্দ, মামলার প্রস্তুতি
রামুতে বালি মহালের আড়ালে পাহাড় কাটা

কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের দারিয়ারদিঘীতে বৈধতার আড়ালে অবৈধভাবে পাহাড় কেটে বালু উত্তোলন করার প্রমাণ পেয়েছে বনবিভাগ।

গতকাল সকাল থেকে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের দারিয়ারদিঘীর বন এলাকা পরিদর্শনে যান দক্ষিণ বনবিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মো. সারওয়ার আলম, সহকারি বন সংরক্ষক (এসিএফ) মো. আনিসুর রহমান, কক্সবাজার রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহাসহ উর্ধ্বতন কর্মকর্তারা। যেখানে বালি মহালের ইজারা দেখিয়ে পাহাড় কেটে বালু উত্তোলনের সত্যতা পেয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ বনবিভাগীয় কর্মকর্তা সারওয়ার আলম। তিনি জানান, অভিযানে ৫ হাজার ঘনফুট বালি, একটি ডেজার মিশন জব্দ করা হয়েছে। ওই পয়েন্টে ব্যাপক পাহাড় কাটার সত্যতা মিলেছে। এব্যাপারে জড়িতদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে। তিনি জানান, এ পাহাড় কাটার ঘটনায় বনবিভাগের কোনো কর্মকর্তা বা কর্মচারী জড়িত কি না তদন্ত শুরু হয়েছে। কেউ জড়িত থাকলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. আনিসুর রহমান জানান, পাহাড় কাটা রোধে বনবিভাগ কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। এখন থেকে নিয়মিত টহল জোরদার, নজরদারি বাড়ানো এবং পাহাড় কাটা সংশ্লিষ্ট তথ্য আদান-প্রদানের জন্য মনিটরিং সেল করা হয়েছে। যেখানে পাহাড় কাটা হবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত