ঢাকা ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

অন্যরকম

খাসির পায়া না দেয়ায় ভাঙল বিয়ে

খাসির পায়া না দেয়ায় ভাঙল বিয়ে

খাবার তালিকায় খাসির পায়া না থাকায় ভারতের তেলাঙ্গানা রাজ্যে ভেঙে গেছে বিয়ে। বিয়ের আনুষ্ঠানিকতা আয়োজন করা হয় কনের বাড়িতে গত মাসে। কিন্তু ওই বিতণ্ডাকে কেন্দ্র করে বিয়ে ভেঙে দেওয়া হয়েছে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, এই বিয়ের পাত্রী ছিলেন নিজামাবাদের। আর পাত্র ছিলেন জগতিয়ালের। বিয়ের আনুষ্ঠানিকতা আয়োজন করা হয় কনের বাড়িতে গত মাসে। বরযাত্রীদের জন্য কনেপক্ষ নন-ভেজিটেরিয়ান খাবার আয়োজন করে। বাগদান অনুষ্ঠানের পর যখন খাওয়ার পর্ব শুরু হয়, তখন অতিথিরা লক্ষ্য করেন, কনেপক্ষের পূর্ব-প্রতিশ্রুতি অনুযায়ী খাসির পায়া পরিবেশন করা হচ্ছে না। এ নিয়ে তুমুল হইচই শুরু হয়। যখন কনের পরিবার নিশ্চিত করে যে, খাবারে খাসির পায়া রাখা হয়নি তখন বিবাদ আরও বাড়ে। দুই পক্ষের মধ্যে ঝগড়া এমন অবস্থায় পৌঁছে যে একপর্যায়ে ঘটনাস্থলে পুলিশ আসে। কনেপক্ষের পূর্বনির্ধারিত মেনু অনুযায়ী খাবারে খাসির পায়া না দেওয়ার বিষয়টিকে ‘অপমান’ বলে অভিহিত করে বরপক্ষ। বরপক্ষ অভিযোগ করে বলে, কনের পরিবার ইচ্ছাকৃতভাবে তাদের কাছে এই সত্য গোপন করেছে যে, মেনুতে খাসির পায়া নেই। শেষ পর্যন্ত বরের পরিবার বিয়ে ভেঙে দেয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত