ঢাকা ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

গৌরবময় সেবার ৪৯ বছর

গৌরবময় সেবার ৪৯ বছর

জনমানুষের সেবার ৪৮ বছর পেরিয়ে আজ ৪৯ বছরে পদার্পণ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ‘শান্তি শপথে বলীয়ান’ এই মন্ত্রে উজ্জীবিত হয়ে রাজধানীর জননিরাপত্তা বিধান ও আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করে আসছে সংস্থাটি। দিবসটি উপলক্ষ্যে আজ সকাল ১০টায় রাজারবাগ পুলিশ লাইন্সে সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. মোস্তাফিজুর রহমান ও পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশ-বিদেশের খ্যাতনামা শিল্পীরা গান পরিবেশন করবেন।

দিবসটি উপলক্ষ্যে গতকাল ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)-এর পক্ষ থেকে রাজধানীর ১৬৭৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১১ লাখ ৫৩ হাজার শিক্ষার্থীর মাঝে চকোলেট বিতরণ করা হয়েছে। সকাল ৯টা থেকে ডিএমপির আওতাধীন সব মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে চকোলেট বিতরণ করা হয়। ডিএমপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে এই চকোলেট উৎসব সফল করতে ডিএমপির ক্রাইম, ট্রাফিক, ডিবি, সিটিটিসিসহ অন্যান্য বিভাগ একযোগে কাজ করে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৪৯তম প্রতিষ্ঠা দিবসের এবারের প্রতিপাদ্য ‘সেবা ও সদাচার, ডিএমপির অঙ্গীকার’। রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিত ও অপরাধ দমনে ঢাকায় ৮টি ক্রাইম বিভাগ এবং ৫০টি থানা নিরলসভাবে কাজ করছে। প্রযুক্তিগত দক্ষতা এবং পেশাগত জ্ঞান অর্জনকে প্রাধান্য দিয়ে, সৃজনশীলতা এবং জন অংশীদারিত্বকে অন্যতম কার্যকৌশল হিসেবে গ্রহণ করে বহুমাত্রিক এ নগরের আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধানে সচেষ্ট ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

এ প্রসঙ্গে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, ‘থানাগুলোতে সেবার মান বাড়াতে আমরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছি। ভালো কাজ করার জন্য সদস্যদের পুরস্কৃত করা হচ্ছে। তাদের জনবান্ধব করা হচ্ছে। থানায় গিয়ে কোনো নগরবাসী হয়রানির শিকার হওয়ার প্রমাণ মিললে সংশ্লিষ্ট সদস্যকে কঠোর শাস্তির আওতায় আনা হবে।’ উল্লেখ্য, মাত্র ১২টি থানা ও সাড়ে ৬ হাজার জনবল নিয়ে ১৯৭৬ সালে ডিএমপি গঠিত হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত