ঢাকা ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

চট্টগ্রাম শিক্ষা প্রকৌশল অধিদপ্তর

এক বছরে নির্মাণ হয়েছে আড়াইশ’ কোটি টাকার শিক্ষা অবকাঠামো

এক বছরে নির্মাণ হয়েছে আড়াইশ’ কোটি টাকার শিক্ষা অবকাঠামো

চট্টগ্রাম শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে বিপুল উন্নয়ন কাজ সম্পাদন হয়েছে। ২০২২-২৩ অর্থ বছরে আড়াইশ’ কোটি টাকার উন্নয়ন কাজ শেষ হয়েছে। এসময় স্কুল ভবন নির্মাণ হয়েছে তিন হাজার। একই সময় শিক্ষা প্রতিষ্ঠানের ১৯১টি অবকাঠামো নির্মাণ হয়েছে। আরো ৩২২টি ভবন নির্মাণকাজ শেষের পথে। এসব ভবন নির্মাণ শেষ হলে চট্টগ্রাম অঞ্চলে শিক্ষা খাতের অবকাঠামোর বড় অংশের কাজ শেষ হবে। এতে সরকারের শিক্ষা খাতে উন্নয়ন ও অগ্রাধিকারের পরিকল্পনা বাস্তব রূপ লাভ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ ব্যাপারে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রদীপ কুমার সরকার বলেন, ২০২১ সালের ২৮ অক্টোবর যোগদানের পর থেকে ভবন নির্মাণসহ অবকাঠমো নির্মাণ কাজে জোর দিয়েছি। অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে ঠিকাদারদের কাজ প্রদান করা হয়েছে। তাছাড়া ঠিকাদারদের কাজ নিয়মিত তদারকি করা হয়েছে। যাতে অবকাঠামোর গুণগত মান অক্ষুণ্ণ থাকে।

সংশ্লিষ্টরা জানান, গেল অর্থ বছরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কাজে গতি পেয়েছে। ২০২১ সালের পর থেকে নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ব্যাপক উন্নয়ন হয়েছে। নতুন ৩০০০ স্কুলের মধ্যে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, বেসরকারি মাদ্রাসা ও কলেজ নির্মাণ করা হয়েছে। চট্টগ্রাম জেলার মিরসরাই, ফটিকছড়ি, সন্দ্বীপ, সীতাকুণ্ড, পাহাড়তলী, হাটহাজারি, রাউজান, রাঙ্গুনিয়া, বোয়ালখালী, চান্দগাঁও, কোতোয়ালি, বন্দর, বাকলিয়া, খুলশি এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণ হয়েছে। টেন্ডারে দেয়া শর্ত অনুয়ায়ী নির্ধারিত সময়ের মধ্যেই ভবন নির্মাণকাজ শেষ হয়। এতে সুফল পাবে অর্ধ লাখের বেশি শিক্ষার্থী।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত