ঢাকা ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

রওশনপন্থিদের ‘দ্বিতীয়বার সম্মেলনের’ তারিখ ঘোষণা

রওশনপন্থিদের ‘দ্বিতীয়বার সম্মেলনের’ তারিখ ঘোষণা

সাবেক বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদের অনুসারী নেতাকর্মীরা আগামী ২ মার্চ ‘জাতীয় পার্টির জাতীয় সম্মেলন’ ডেকেছেন। এ নিয়ে এক বছরের ব্যবধানে দ্বিতীয়বারের মতো সম্মেলন ডাকলেন রওশনপন্থিরা।

২০২২ সালের ২৬ নভেম্বর ‘দলের দশম জাতীয় সম্মেলন’ ডেকে ৩০ অক্টোবর ওই সম্মেলন থেকে সরে আসেন জাতীয় পার্টির রওশন অংশের নেতাকর্মীরা। ওই সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ছিলেন সাবেক রাষ্ট্রদূত গোলাম মসিহ্। গতকাল বিকালে রাজধানীর গুলশানে অনুষ্ঠিত রওশন অংশের নেতাকর্মীদের নতুন সম্মেলনের তারিখ ঘোষণার সময় গোলাম মসিহকে দেখা যায়নি। তবে রওশন গ্রুপের মহাসচিব কাজী মামুনুর রশীদ, এরশাদের সাবেক প্রেস সচিব সুনীল শুভরায়, সা’দ এরশাদ এমপি এসময় উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে রওশনপন্থি অংশের মহাসচিব কাজী মামুনুর রশীদ বলেন, ‘জাতীয় পার্টি নির্বাচনমুখী দল। আগামী ৯ মার্চ উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করবে। কিন্তু তার আগে চেয়ারম্যানের সঙ্গে কথা বলে আমরা আমাদের সম্মেলন করার তারিখ নির্ধারণ করেছি।’

কাজী মামুন দাবি করেন, জাতীয় পার্টি থেকে জিএম কাদের যাদের অব্যাহতি ও বহিস্কার করেছিলেন, সেসব নেতাকে রওশন অংশে জায়গা দেওয়া হয়েছে। তিনি জানান, ৩ ফেব্রুয়ারি জাতীয় ছাত্র পরিষদের সভা ডাকা হয়েছে মোহাম্মদপুরে। দ্বিতীয়বার সম্মেলন প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ততা নেই বলে জানান গোলাম মসিহ্। তিনি বলেন, ‘এই সম্মেলনে আমার সম্পৃক্ততা নেই।’ প্রসঙ্গত, বিরোধীদলীয় হিসেবে রওশন এরশাদের মেয়াদের অবসান হওয়ায় ‘রাজনৈতিক সচিব’ হিসেবে গোলাম মসিহের দায়িত্বও অবসায়ন হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত