ঢাকা ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ঢাবিতে দুই দিনব্যাপী জাতীয় কবিতা উৎসব শুরু

ঢাবিতে দুই দিনব্যাপী জাতীয় কবিতা উৎসব শুরু

‘যুদ্ধ গণহত্যা সহে না কবিতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে দুই দিনব্যাপী ৩৬তম জাতীয় কবিতা উৎসব। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বর এলাকায় এই জাতীয় কবিতা উৎসবের উদ্বোধন করেন বরেণ্য কবি নির্মেলন্দু গুণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ। উপ-উপাচার্য (প্রশাসন) কবি অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ কবিতা উৎসবে অংশগ্রহণকারী দেশ-বিদেশের কবিদের স্বাগত জানিয়ে বলেন, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে স্বাধীনতাবিরোধী অপশক্তি ও তাদের দোসররা যেভাবে যানবাহনে অগ্নিসংযোগ, বোমা হামলা ও অবরোধের নামে নারী, শিশু ও সাধারণ নাগরিকদের হত্যা করে প্রতিনিয়ত দেশকে অস্থিতিশীল করার ঘৃণ্য সন্ত্রাসের পথ বেছে নিয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাই এবং উপযুক্ত বিচার দাবি করি।

তিনি আরও বলেন, পৃথিবীজুড়ে প্রতিদিন অসম যুদ্ধে শিশুহত্যা, নারীহত্যাসহ অগণিত মানুষের প্রাণ-সংহার, বসতি উচ্ছেদ ও লুণ্ঠনের ভয়াবহতা আমরা আর সইতে পারছি না। তাই, প্রাচীনকাল থেকে যে সুন্দর ও বাসযোগ্য মানবিক পৃথিবীর স্বপ্ন দেখে এসেছি, আমরা প্রতিমুহূর্তে সেই প্রেমময়, প্রীতিময়, ভালোবাসাময় ও সম্প্রীতিময় দেশ এবং সমাজ চাই।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাসিম, জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক কবি তারিক সুজাত, জাতীয় কবিতা উৎসব ২০২৪ এর আহ্বায়ক শিহাব সরকার, জাতীয় কবিতা পরিষদের নেতৃবৃন্দসহ দেশ-বিদেশের বিশিষ্ট কবিগণ। উৎসবে ভারত, ফিলিপাইন, ইরান ও নেপালসহ বিভিন্ন দেশের কবিগণ অংশগ্রহণ করে তাদের স্ব-রচিত কবিতা আবৃত্তি করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত