ঢাকা ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

আন্দোলন কত প্রকার দেখিয়ে দেওয়া হবে

বললেন ফারুক
আন্দোলন কত প্রকার দেখিয়ে দেওয়া হবে

সরকারের উদ্দেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক বলেছেন, আপনারা লাখ লাখ মামলা দিয়ে লাখ লাখ লোককে আসামি করে বনে-জঙ্গলে ঘুমানোর ব্যবস্থা করে দিয়েছেন। তবে আমরা হতাশ নই। আমরা হতাশ হবো না। আন্দোলন কত প্রকার দেখিয়ে দেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী নবীন দলের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।

জয়নুল আবেদীন ফারুক বলেন, যারা বলে বিএনপি হতাশ হয়েছে, যারা বলে বিএনপির সাংগঠনিক শক্তি নেই। একদিনের জন্য অনুরোধ করব যে, পুলিশকে নিরপেক্ষ রেখে মাঠে আসুন। দেখি কে হারে আর কে জেতে। সেটি তো করবেন না। কারণ আপনাদের জনগণের সমর্থন নেই।

মানববন্ধনে বিএনপির কেন্দ্রীয় কমিটির শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত