ঢাকা ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

সাতক্ষীরায় র‌্যাবের অভিযান

কোটি টাকা মূল্যের ৩৪ হাজার পিস ইয়াবা উদ্ধার

কোটি টাকা মূল্যের ৩৪ হাজার পিস ইয়াবা উদ্ধার

সাতক্ষীরায় ১ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। এ সময় একটি ট্রাকও জব্দ করা হয়। সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া জেলে পাড়া এলাকায় এই অভিযান চালানো হয়।

গতকাল র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্প কমান্ডার ও সহকারী পুলিশ সুপার (এএসপি) নাজমুল হক এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন।

আটক মাদক কারবারি হোসেন (৪৫) চট্টগ্রাম জেলার হালিশহর থানার গলিচিপা গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে এবং মজিব উল্লাহ (৩৫) কক্সবাজার জেলার টেকনাফ থানার উত্তর নোয়াপাড়া গ্রামের মৃত জাফর উল্লাহর ছেলে।

এএসপি নাজমুল হক জানান, কক্সবাজার থেকে মাদকের একটি বড় চালান সাতক্ষীরায় আসছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার পারুলিয়া এলাকায় অবস্থান নেয় র‌্যাবের একটি দল। এ সময় একটি ট্রাক (চট্ট মেট্রো ট-১১-০৯৭৫) সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় সেটিকে ধাওয়া করেন র‌্যাব সদস্যরা। পরে ট্রাকটি তল্লাশি চালিয়ে তার মধ্যে কৌশলে লুকিয়ে রাখা ৩৪ হাজার ইয়াবাসহ দুজনকে আটক করা হয়। জব্দকৃত ইয়াবার মূল্য ১ কোটি ১ লাখ ৫০ হাজার টাকা বলে নিশ্চিত করেছেন তিনি। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য দেবহাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত