ঢাকা ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে বাস চাপায় আহত স্কুলছাত্রীর মৃত্যু

সিরাজগঞ্জে বাস চাপায় আহত স্কুলছাত্রীর মৃত্যু

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ে নিহতের পর আহত আরেক মেয়ে স্কুলছাত্রী কথা মনি চিকিৎসাধীন অবস্থায় (১৩) মারা গেছে। সে শাহজাদপুর উপজেলার খুকনী জুগীবাড়ী গ্রামের সুধন সূত্রধরের মেয়ে। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো ৩ এ। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি এম এ ওয়াদুদ জানান, গত বৃহস্পতিবার দুপুরের দিকে বগুড়া-নগড়বাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মাদলা নামক স্থানে বাসচাপায় সিএনজি যাত্রী মা ও শিশু মেয়ে নিহত হয়। এ ঘটনায় আহত হয় তার বড় মেয়ে সপ্তম শ্রেণির স্কুলছাত্রী কথা মনিসহ পাঁচজন। আহতদের মধ্যে ওই স্কুলছাত্রীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুরে কথা মনি মারা যায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত