ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা

ছুটির দিনে বেশি চাহিদা ছিল গৃহস্থালি পণ্যের

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ছুটির দিনে গতকাল জমে উঠে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। সকাল থেকে মেলার স্টলে স্টলে বাড়তে থাকে ক্রেতার ভিড়। ব্যবসায়ীরা জানান, বিক্রির পরিমাণ অনেক বেড়েছে। মেলার আয়োজকরা জানিয়েছেন, প্রত্যাশার তুলনায় বেশি লোক সমাগম হচ্ছে। গতকাল নিত্যপ্রয়োজনীয় ব্যবহার্য ও গৃহস্থালি পণ্যেরই চাহিদা বেশি লক্ষ্য করা যায়। মেলার বিভিন্ন দোকানে ১৩০ টাকায় ক্রোকারিজ পণ্য বিক্রি করতে দেখা গেছে। এছাড়া বিভিন্ন অ্যালমুনিয়ামের বাসনের দোকানে ভিড় ছিল চোখে পড়ার মতো।

ক্রেতা-বিক্রেতারা জানান বিভিন্ন মার্কেট ও শোরুমে নিত্যপণ্যের দাম বেশি। এছাড়া নকল ও নিম্নমানের পণ্যের ভয় থাকে। কিন্তু বাণিজ্যমেলায় পণ্য বিশেষ ছাড়ে পাওয়া যায়। তাই খরচ কমাতে প্রয়োজনীয় জিনিসপত্র বেশি কিনছেন। বিলাসবহুল বা কম প্রয়োজনীয় পণ্য কম কিনছেন বলে জানান বিক্রেতারা। মেলাপ্রাঙ্গণে প্লাস্টিক পণ্যের দোকানগুলোতে ভিড় করেন নারী-পুরুষসহ সব বয়সি ক্রেতারা। কিয়াম ও দিল্লি অ্যালমুনিয়ামের প্যাভিলিয়নে মিলছে প্রেসার কুকার, হাঁড়ি, বাসন, টিফিন বক্স। কিয়ামের বিক্রিয় কর্মী জানান আমরা কোনো মূল্যছাড় দিচ্ছি না। আমাদের পণ্য অথেনটিক, এজন্য খুব ভালো সাড়া পাচ্ছি। এছাড়া জয়িতাসহ বেশ কয়েকটি পোশাকের স্টলেও ছিল মানুষের ভিড়। জয়িতার বিক্রয়কর্মী জানান, ঘর সাজানো নানা উপকরণ ও শতরঞ্জি বিক্রি হচ্ছে বেশি। আমরা কোনো ডিসকাউন্ট দিচ্ছি না, তবে পণ্যের দাম বেশি রাখছি না। গতবারের মতো এবারও ঢাকার পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় যাতায়াতের জন্য রয়েছে বিআরটিসি বাসের সুবিধা। তবে এবার ১০০টিরও বেশি বিআরটিসি বাস থাকছে। ছুটির দিনে চলাচল করছে ২০০ বাস। এ বছর সাধারণ দর্শনার্থীর জন্য প্রবেশমূল্য ৫০ টাকা এবং ১২ বছরের কম বয়সিদের জন্য ২৫ টাকা, যা গত বছর ছিল ৪০ ও ২০ টাকা।