কক্সবাজার শহরের সমিতিপাড়ায় একটি চায়ের দোকানে চা খাওয়ার বিল চাওয়ায় সংঘবদ্ধ ‘বাখাটে চক্রের’ সদস্যদের মারধরে আলাউদ্দিন (১৫) নামের একটি কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২ নারী। গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে সমিতিপাড়া বাজারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কাইছার হামিদ। নিহত আলাউদ্দিন ওই এলাকার মো. ইমরানের ছেলে। আহত দুই নারী হলেন, নিহত আলাউদ্দিনের দাদি নুর জাহান বেগম (৫০) ও ফুপি হুমাইরা আক্তার (২৮)।
নিহতের পিতা মো. ইমরান জানান, এলাকায় তাদের চায়ের দোকানে প্রায়ই রাতে চা খেতে আসে সংঘবদ্ধ বাখাটে চক্রের কয়েকজন সদস্য। তারা বৃহস্পতিবার রাতেও এসে চা খেয়ে বিল না দিয়ে চলে যেতে চায়। এ সময় চায়ের বিল চাইলে তার মাকে (নুরজাহান বেগম) মারধর করে বাখাটেরা। এ সময় তার মাকে রক্ষা করতে তার ছোট বোন (হুমাইরা) এগিয়ে আসলে তাকে মারধর করা হয়। পরে ছেলে (আলাউদ্দিন) এগিয়ে আসলে তাকেও মারধর করা হয়। এতে ঘটনাস্থলে মারা যায় আলাউদ্দিন।
তিনি বলেন, এলাকার মুবিন, ফজল করিম, আবুল হাসান ও মেহেদিসহ কয়েকজন এ ঘটনা ঘটায়। এলাকাবাসী মুবিনকে ঘটনাস্থল থেকে আটক করে টহলরত র্যাবকে সোপর্দ করে।
কক্সবাজার সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কাইছার হামিদ জানান, খবর পেয়ে রাত ৩টার দিকে ঘটনাস্থলে পুলিশ যায়। নিহতের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত একজনকে র্যাবের কাছে সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে। তবে তাকে এখন পুলিশের কাছে দেননি র্যাব। ঘটনায় জড়িত অন্যান্যদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।