ঢাকা ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

প্রধানমন্ত্রীর আদেশে সাংবাদিকদের কল্যাণে ডাটাবেজ তৈরি হচ্ছে

বিচারপতি নিজামুল হক নাসিম
প্রধানমন্ত্রীর আদেশে সাংবাদিকদের কল্যাণে ডাটাবেজ তৈরি হচ্ছে

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম বলেছেন, প্রধানমন্ত্রীর আদেশে সাংবাদিকদের কল্যাণে ডাটাবেজ তৈরি হচ্ছে। কোনো জেলা থেকে আমাদের এই রিপোর্ট এখনো দেওয়া হয়নি। আমরা মফস্বলে যাচ্ছি তাদের বলছি ডাটা দেওয়ার জন্য। কোনো উন্নয়নমূলক কাজ, শিক্ষামূলক কাজ এবং জনসচেতনতামূলক কাজ করতে গেলে এই ডাটাবেজ দরকার। গত শনিবার প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র সেমিনার রুমে ঢাকা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যবে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর মহাপরিচালক জাফর ওয়াজেদ। তিনি বলেন, সাংবাদিকদের জানতে হয়, নিজেকে আপডেট রাখতে হয়, প্রতিটি মুহূর্তে খবরা-খবর নিতে হয়। এখন সব মানুষ আপনার আমার আগেই তথ্য জেনে যায়। সাংবাদিকতা এখন আধুনিক হয়েছে, আমরা বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছি, মোবাইল সাংবাদিকতার প্রশিক্ষণ দিচ্ছি, সামনে ড্রোন সাংবাদিকতার প্রশিক্ষণের কথা ভাবছি, আমাদের ওয়েবসাইটগুলো পরিদর্শন করলেই অনেক কিছু জানতে পারবেন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা ছালাহ উদ্দিন। সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মো. শাহজাহান মিয়া। অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মো. মোসলেহ উদ্দিন বাচ্চু।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত