ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

কাদের সিদ্দিকী

দলীয় প্রতীকেই উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেব

দলীয় প্রতীকেই উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেব

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীকেই অংশ নেবে কৃষক শ্রমিক জনতা লীগ। গতকাল সকালে সখীপুর উপজেলার গড়গোবিন্দপুর সোনার তরী নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে দলটির প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম এ ঘোষণা দেন। তিনি বলেন, গেলো জাতীয় সংসদ নির্বাচনে সরকার ভিন্ন কৌশলে ভোট নিয়ে চুরি করেছে। আমাদের ভোটে হারিয়ে দেওয়া হয়েছে। এ সময় তিনি আরো বলেন, হেরেছি বলে আমরা তো আর মরে যাইনি। ভোটে হারার পর আমাদের সমর্থন আরো ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তাই আমরা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনেও অংশগ্রহণ করব। এ সময় তিনি প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করে তোলার আহ্বান জানান। কর্মিসভায় কৃষক শ্রমিক জনতা লীগ সখীপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ আব্দুস সবুর খানের সভাপতিত্বে আরো বক্তব্য দেন দলটির সিনিয়র সহ-সভাপতি ছানোয়ার মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম সরকার লাল, সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীব প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত