ঢাকা ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

কুমিল্লায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরির অভিযোগে চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার

কুমিল্লায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরির অভিযোগে চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার

কুমিল্লায় আন্তঃজেলা ট্রান্সফরমার চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ। এ সময় বিপুল পরিমাণ বৈদ্যুতিক ট্রান্সফারমারের যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে- কুমিল্লার মুরাদনগর উপজেলার কাজিয়াতল এলাকার মো. মনির হোসেন (৩২), চান্দিনা উপজেলার আইলকামারা গ্রামের মো. সোহেল (৩০), কুমিল্লা নগরীর ভাটপাড়া এলাকার কামরুল হাসান (৩২), তিতাস উপজেলার দক্ষিণ দুর্গাপুর গ্রামের মাঈন উদ্দিন (২৮) ও বুড়িচং উপজেলার দক্ষিণ গ্রামের রুবেল আহমেদ ওরফে মিন্টু ওরফে মিঠু। চক্রের সদস্যরা ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে পিলার থেকে ট্রান্সফরমার চুরি করত এবং পরে তা ঢাকায় নিয়ে বিক্রি করত। গতকাল বেলা ১১টায় পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার আবদুল মান্নান।

পুলিশ সুপার আবদুল মান্নান বলেন, সম্প্রতি বৈদ্যুতিক ট্রান্সফারমার চুরির অন্তত ১৩টি অভিযোগ পাওয়া যায়। অভিযোগের সূত্র ধরে জেলা ডিবি পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় ট্রান্সফারমার চোরচক্রের পাঁচজনকে গ্রেপ্তার করে এবং তাদের কাছ থেকে ১৬ কেজি তামার তার, ৫০ কেজি স্টিলের পাত, ৪৪ কেজি তামার কয়েল, সাড়ে ১৪ কেজি লোহার তার, পাঁচটি ঢাকনা, ট্রান্সফারমারের খোসা একটি উদ্ধার করে। পুলিশ সুপার বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ট্রান্সফরমার চোরচক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। তারা জানিয়েছে, গত তিন থেকে ৪ বছর ধরে জেলার চান্দিনা, বুড়িচং, দাউদকান্দি, দেবিদ্বার, সদর দক্ষিণ, পার্শ¦বর্তী জেলা চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী ও ফেনী জেলা থেকে ৩০০ ট্রান্সফরমার চুরি করে ঢাকায় নিয়ে বিক্রি করেছে। গ্রেপ্তারকৃত চোরদের বিরুদ্ধে ডাকাতি, মাদক, মারামারির মামলা রয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাজমুল হোসেন, জেলা ডিবি পুলিশের ওসি রাজেস বড়ুয়া।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত