মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান চট্টগ্রাম অঞ্চলের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উন্নয়ন কাজ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন। গত বৃহস্পতিবার তিনি পাহাড়তলী থানাধীন নেছারিয়া আলিয়া মাদ্রাসার উন্নয়ন কাজ ও পাঁচলাইশ থানাধীন ষোলশহর এলাকার জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার নির্মানাধীন ছয়তলা ভবনের কাজ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি কাজের মানের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেছেন।
শিক্ষা প্রকৌশল অধিপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী প্রদীপ কুমার সরকার বলেন, নেছারিয়া আলিয়া মাদ্রাসায় অবকাঠামোর ফিনিশিং কাজ চলমান রয়েছে। এর মধ্যে কাজের অগ্রগতি হয়েছে ৭০ ভাগ। অন্যদিকে জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার ষষ্ঠ তলার কাজ চলমান রয়েছে। এখানে অবকাঠামোর কাজের অগ্রগতি ৬০ ভাগ। আশা করছি দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ হবে। সব মিলে নির্বাচিত মাদ্রাসাসমূহের উন্নয়নে ৮৬টি কার্যাদেশ পাওয়া গেছে। এর মধ্যে ৫৯টির কাজ চলমান রয়েছে। শেষ করা হয়েছে ২৭টি অবকাঠামোর উন্নয়ন কাজ।