ঢাকা ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

জবির সহকারী প্রক্টরে নতুন পাঁচ মুখ

জবির সহকারী প্রক্টরে নতুন পাঁচ মুখ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদে নতুন দায়িত্ব পেয়েছেন বিভিন্ন বিভাগের পাঁচজন শিক্ষক। সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক কেএম সুজাউদ্দীন, মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. কিশোর রায়, আইন বিভাগের সহযোগী অধ্যাপক মুনিরা জাহান, ফার্মেসী বিভাগের সহযোগী অধ্যাপক ড. মনির হোসেন এবং লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক নুমান মাহফুজ।

গতকাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান সাক্ষরিত পৃথক দুই বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রথম সংবিধি ১৫(১) বিধি মোতাবেক তাদের নিয়োগ দেয়া হয়। আগামী দুই বছর ওই পাঁচ শিক্ষক সহকারী প্রক্টরের দায়িত্ব পালন করবেন। আজ থেকে এই আদেশ কার্যকর হবে। সেই সঙ্গে ওই পদের দায়িত্ব ভাতা পাবেন তারা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত