ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

কুমিল্লায় ট্রান্সফরমার চোর চক্রের আট সদস্য গ্রেপ্তার

কুমিল্লায় ট্রান্সফরমার চোর চক্রের আট সদস্য গ্রেপ্তার

কুমিল্লায় ট্রান্সফরমার চোর চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা ডিবি পুলিশের টিম গত সোমবার গভীর রাত পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে চোরাই বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করা হয়। জানা গেছে, কুমিল্লাসহ আশপাশের ৬ জেলার বিভিন্ন স্থানে এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। পরে চোর চক্রকে ধরতে জেলা ডিবি পুলিশের একটি বিশেষ টিম অভিযানে মাঠে নামে। গত সোমবার গভীর রাত পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডিবি পুলিশ চোর চক্রের ৮ সদস্যকে গ্রেপ্তার করে। গতকাল আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়। গ্রেফতারকৃতরা হচ্ছেন- জেলার লালমাই উপজেলার ভূশ্চি গ্রামের মাসুদ রানা, রবিউল আলম ওরফে রফিক, চেঙ্গাহাটা গ্রামের মেহেদী হাসান ওরফে শাকিল, দেবিদ্বারের সৈয়দপুর গ্রামের কবির হোসেন, আদর্শ সদর উপজেলার বড় দৌলতপুর গ্রামের জহিরুল ইসলাম, সদর দক্ষিণ উপজেলার দূর্গাপুর গ্রামের রুবেল, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আহাম্মদপুর গ্রামের রুবেল ও পাবনার ভেড়া উপজেলার পায়না গ্রামের রফিকুল ইসলাম ওরফে মনছুর। এ সময় তাদের কাছ থেকে চোরাই ট্রান্সফরমারের বিপুল পরিমাণ মূল্যবান মালামাল উদ্ধার করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত