ঢাকা ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

গুগল ফটোসের স্টোরেজ ক্লিয়ার করার উপায়

গুগল ফটোসের স্টোরেজ ক্লিয়ার করার উপায়

গুগল শুধু সার্চ ইঞ্জিনই নয়, অনেক বড় স্টোরেজ ফোনের। গুগল ফটোস ছবি সেভ রাখার জন্য বা গ্যালারি হিসেবে দারুণ। তবে গুগলের ফ্রি ১৫ জিবি স্টোরেজ ফুল হয়ে সময় লাগে না বেশিদিন। জরুরি ছবির সঙ্গে অপ্রয়োজনীয় ছবিও স্টোরেজ হয়ে থাকে গুগল ড্রাইভে। স্টোরেজ ফুল হওয়ার কারণে ফোনের গতিও কমে যায়। তাই নিয়মিত গুগল ফটোসের স্টোরেজ ক্লিয়ার করুন। দেখে নিন গুগল ফটো অ্যাপ এবং ডেস্কটপে কীভাবে স্টোরেজ পরিষ্কার করতে হয়- >> আপনার ফোনে গুগল ফটোস অ্যাপ ওপেন করুন। >> এরপর গুগল অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে। >> উপরের দিকে থাকা নিজের প্রোফাইল ছবি বা ইনিশিয়ালে ক্লিক করতে হবে। >> এরপর “ফটো সেটিং” অপশন খুঁজতে হবে এবং ক্লিক করতে হবে। তারপর ‘ব্যাকআপ’ এবং অবশেষে ‘ম্যানেজ স্টোরেজ’ অপশনে ক্লিক করতে হবে। >> এরপর ‘রিভিউ অ্যান্ড ডিলিট’ বিকল্পের অধীনে একটি বিভাগ সিলেক্ট করতে হবে। >> এবার সিলেক্ট অপশনে ক্লিক করুন এবং যে আইটেমগুলো ডিলিট করতে হবে তা বেছে নিন। >> একবার এই কাজ হয়ে গেলে ‘মুভ টু ট্রাশ’ বা ‘ডিলিট’ বিকল্পে ক্লিক করতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত