ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

সংরক্ষিত নারী আসন

দুই দিনে আ.লীগের ১৩৩২ ফরম বিক্রি

আয় ৬ কোটি ৬৬ লাখ টাকা
দুই দিনে আ.লীগের ১৩৩২ ফরম বিক্রি

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দুই দিনে ১ হাজার ৩৩২ ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। গতকাল মনোনয়নপত্র বিক্রির দ্বিতীয় দিনে ৫২২ ফরম কিনেছেন বিভিন্ন পেশার নারীরা। এতে দলটির আয় হয়েছে ২ কোটি ৬১ লাখ টাকা। এর আগে প্রথম দিনে ৮১০টি ফরম বিক্রি করে আওয়ামী লীগ। এবার সংরক্ষিত আসনে আওয়ামী লীগের প্রতিটি মনোনয়ন ফরমের মূল্য ধরা হয়েছে ৫০ হাজার টাকা, যা একাদশ জাতীয় সংসদের ক্ষেত্রে ছিল ৩০ হাজার টাকা। ফলে দুই দিনে দলটির আয় হয়েছে ৬ কোটি ৬৬ লাখ টাকা। গতকাল বিকালে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন বিক্রি শেষে এসব তথ্য জানান, দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। তিনি জানান, দ্বিতীয় দিন মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ৫২২টি। এর মধ্যে ঢাকা বিভাগে ১৬৭টি, ময়মনসিংহে ৪৭, সিলেটে ২২, চট্টগ্রামে ৭৮, রংপুরে ৬০, রাজশাহীতে ৪৫, খুলনায় ৬৮ এবং বরিশাল বিভাগের ৩৬ জন ফরম কিনেছেন।

দুই দিনে ফরম সংগ্রহকারীদের মধ্যে আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের সাবেক নেত্রীসহসহ অন্যরা। এই তালিকায় রয়েছেন মন্ত্রী-এমপিদের স্ত্রী, আইনজীবী, অভিনেত্রী, হিজড়াসহ বিভিন্ন পেশার নারীরা আছেন।

মনোনয়নপত্র বিক্রির দ্বিতীয় দিনে ঢাকা বিভাগ থেকে মনোনয়ন তুলেন আবিদা সুলতানা মিতু। তিনি বাংলাদেশ হিজড়া কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি। হিজড়া সম্প্রদায়ের অভিভাবক হিসেবে সংসদে যেতে চান তিনি। মনোনয়নপত্র সংগ্রহের পর তিনি সাংবাদিকদের বলেন, সমাজের পিছিয়ে পড়া হিজড়া সম্প্রদায়ের অভিভাবক হিসেবে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন চাই। আমি দীর্ঘ ২৭ বছর ধরে তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের অভিভাবকত্ব নিয়ে কাজ করছি। সমাজের মূল স্রোতধারায় তাদের নিয়ে আসতে কার্যক্রম চালিয়ে যাচ্ছি। হিজড়াদের নিয়ে কাজ করতে গিয়ে সমাজের কটূ কথাও শুনতে হয়েছে, তাও হাল ছাড়িনি। বাংলাদেশ হিজড়া কল্যাণ ফাউন্ডেশনের দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালের ১০ নভেম্বর হিজড়াদের তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দিয়েছেন। এজন্য আমি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই।

তিনি আরো বলেন, আমি হিজড়াদের জন্য কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে চাই। তাদের ভিক্ষার হাতকে কাজের হাতে পরিণত করতে চাই। হিজড়ারা আমার সন্তানের মতো, মায়ের মতো স্নেহ ভালোবাসা দিয়ে সংগঠন গড়ে তুলেছি। তাদের জন্য ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানও গড়ে তোলা হবে। হিজড়ারা আমাদের সন্তান। এ দেশেরই নাগরিক। মহান জাতীয় সংসদে তাদের প্রতিনিধি নেই। সংসদে তাদের সুখ-দুঃখের কথা আমি তুলে ধরতে চাই। দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে বাস্তবতার ভিত্তিতে আমি তাদের নিয়ে কাজ করব। এদিন আরো মনোনয়ন সংগ্রহ করেন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলিসহ অন্যরা।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে স্থাপিত প্রশাসনিক বিভাগ অনুযায়ী সুনির্দিষ্ট বুথ থেকে মনোনয়ন ফরম বিক্রি করা হচ্ছে। দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়ন ফরম মিলছে। আর সব বিভাগের মনোনয়ন ফরম জমা নেয়া হচ্ছে কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ একটা বড় দল সবাই মনোনয়ন চাইতে পারেন। কিন্তু সবাইকে তো আর মনোনয়ন দেয়া সম্ভব না। মনোনয়ন দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংরক্ষিত আসনে তাদেরই মূল্যয়ান করা হবে যারা, ত্যাগী-যোগ্য এবং দলের জন্য কাজ করেছেন। আমাদের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের পর থেকেই পরবর্তী নির্বাচন নিয়ে কাজ শুরু করে দেন। জেলা সফরে গিয়েও যোগ্য কাউকে দেখলে তার নাম লিখে রাখেন। সময়মতো সেটা কাজে লাগান।

মনোনয়ন প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ একটা বড় দল, সবাই মনোনয়ন চাইতে পারেন। কিন্তু সবাইকে তো আর মনোনয়ন দেয়া সম্ভব না। মনোনয়ন দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংরক্ষিত আসনে তাদেরই মূল্যয়ান করা হবে, যারা ত্যাগী-যোগ্য এবং দলের জন্য কাজ করেছেন। আমাদের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের পর থেকেই পরবর্তী নির্বাচন নিয়ে কাজ শুরু করে দেন। জেলা সফরে গিয়েও যোগ্য কাউকে দেখলে তার নাম লিখে রাখেন। সময়মতো সেটা কাজে লাগান। আজ বিকাল ৪টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেয়া যাবে। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব জানান, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ১৮ ফেব্রুয়ারি। আগামী বুধবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে সংসদীয় বোর্ডের সভা আহ্বান করেছেন। সে সভায় বাংলাদেশ আওয়ামী লীগ দ্বাদশ সংসদীয় আসনে যাদের মনোনয়ন প্রদান করবে সে সিদ্ধান্ত গ্রহণ করবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত